সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা কমিটি বাতিল দাবিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
কথিত এই প্রেস বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে,“১. গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মুন্সীগঞ্জ জেলার অধীনন্ত সিরাজদিখান উপজেলা ও সকল ইউনিয়নের বিএনপির কমিটি দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতিসত্বর সিরাজদিখান উপজেলা বিএনপি’র কমিটি ঘোষনা করা হবে। ২. গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মুন্সীগঞ্জ জেলার অধীনস্ত শ্রীনগর উপজেলা ও সকল ইউনিয়নের বিএনপির কমিটি দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতিসত্বর শ্রীনগর উপজেলা বিএনপি’র কমিটি ঘোষনা করা হবে।”

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা কমিটি বাতিলের এই প্রেস বিজ্ঞপ্তিটি আসল নয় বরং, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করে বিএনপির নামে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ১৩ জানুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে উক্ত তারিখে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, দলটির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও কথিত প্রেস বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায়নি।
তবে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১৪ জানুয়ারি আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি নিয়ে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে সংযুক্ত দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”
এছাড়াও, দলটির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও একই দিনে বিষয়টি নিয়ে প্রকাশিত পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টেও আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটিকে ভুয়া হিসেবে উল্লেখ করা হয়।

সুতরাং, বিএনপি’র সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা কমিটি বাতিল করা হয়েছে দাবিতে ফেসবুকে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।