শুক্রবার, মে 23, 2025

বিএনপি নেত্রী রুমিন ফারহানা টিকটক ভিডিও বানাচ্ছেন দাবিতে ছড়ালো ডিপফেক ভিডিও

সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে টিকটক ভিডিও বানাচ্ছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা শীর্ষক দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

রুমিন ফারহানা

এই বিষয়ে ফেসবুকে ভাইরাল একটি ভিডিও প্রায় ৩৩ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিওটিতে এখন পর্যন্ত প্রায় ৩১ হাজার ভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে, ভিডিওটি ৭৪৯ বার শেয়ার করা হয়েছে এবং এতে সাড়ে ৫ হাজারেরও বেশি মন্তব্য করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পূর্বাচল এক্সপ্রেসওয়েতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার টিকটক ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং এটি ডিপফেক প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

ভিডিওটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করা হয়। ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের স্ক্রিনশট রিভার্স ইমেজ সার্চ করে, নাফিসা নুসরাত প্রণমি নামে টিকটক কনটেন্ট ক্রিয়েটরের অ্যাকাউন্টে গত ৩০ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: TikTok/pronome.nafi.

নাফিসা নুসরাত প্রণমির এই ভিডিও এবং রুমিন ফারহানার টিকটক ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটির মধ্যে পোষাক, শারীরিক অঙ্গভঙ্গি, ব্যাকগ্রাউন্ড এবং আনুষঙ্গিক বিষয়বস্তুর মিল পাওয়া যায়।

একই ভিডিও গত ০১ মে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করেন নাফিসা নুসরাত প্রণমি। পোস্টের ক্যাপশন তিনি লেখেন, “কে কে দেখেছেন আমার কভার করা গান টা”।

এই সূত্র ধরে অনুসন্ধানের মাধ্যমে ‘ZereePro’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২৯ এপ্রিল “Preme Pore Jai covered by Pronome Nafi ॥ প্রেমে পড়ে যাই ॥ ZereePro” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি মিউজিক ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির বিভিন্ন অংশে নাফিসা নুসরাত প্রণমিকে দানিকৃত ভিডিওর ন্যায় একই পোশাক পড়তে এবং একই ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায়।

অর্থাৎ, রুমিন ফারহানার আলোচিত ভিডিওটি তৈরিতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার হয়েছে। নাফিসা নুসরাত প্রণমি নামের একজন টিকটক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে তার মুখাবয়ব পরিবর্তন করে রুমিন ফারহানার মুখাবয়ব সংযোজন করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

ডিপফেক হল বাস্তবসম্মত দেখতে কিন্তু নকল বা কিছুটা পরিবর্তিত কন্টেন্ট যা ভিডিও বা অডিওর উপাদান সম্পাদনা করে তৈরি করা হয়। ডিপফেক ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তির মুখের অবয়ব বা ভয়েসকে অন্য কারোর সাথে বিশ্বাসযোগ্যভাবে প্রতিস্থাপন করা হয়। এই প্রযুক্তির সহায়তায় একজন ব্যক্তির এমন কিছু ভিডিও বা অডিও কন্টেন্ট তৈরি করা সম্ভব যা তিনি নিজে বলেননি বা করেননি।

মূলত, সম্প্রতি বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা পূর্বাচল এক্সপ্রেসওয়েতে টিকটক ভিডিও বানাচ্ছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল এই ভিডিওটি মূলত ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। মূল ভিডিওটি নাফিসা নুসরাত প্রণমি নামের একজন টিকটক কনটেন্ট ক্রিয়েটরের। ডিপফেক প্রযুক্তির সহায়তায় নাফিসা নুসরাত প্রণমির মুখাবয়ব পরিবর্তন করে তাতে রুমিন ফারহানার মুখাবয়ব যোগ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন ব্যক্তিদের নিয়ে ইন্টারনেটে প্রচারিত একাধিক ডিপফেক ভিডিও শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। সেসব প্রতিবেদন একত্রে দেখুন এখানে

সুতরাং, বিএনপি নেত্রী রুমিন ফারহানা পূর্বাচল এক্সপ্রেসওয়েতে টিকটক ভিডিও বানচ্ছেন দাবিতে ইন্টারনেটে ভাইরাল ভিডিওটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img