সম্প্রতি ‘লক্ষ্মীপুর জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ ও আওয়ামী লীগের গুলিতে নিহত দুই’ শীর্ষক দাবিতে একটি তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন ডয়েচে ভেলে, জনবাণী।
বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন দেখুন আলোকিত৭১ সংবাদ, দৈনিক বাংলাদেশ আমার, বিডি সোশ্যাল নিউজ।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) ।

টিকটকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টুইটারে প্রচারিত এমন একটি টুইট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, লক্ষ্মীপুর জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ ও আওয়ামী লীগের গুলিতে দুইজন নিহত হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে লক্ষ্মীপুরে উক্ত ঘটনায় একজন নিহত হয়েছেন।
দাবিটির সূত্রপাত
দাবিটির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভেরিফায়েড ফেসবুক পেইজ BNP Media cell এ গত ১৮ জুলাই সন্ধ্যা ৬ টা ৫৬ মিনিটে ‘লক্ষ্মীপুর জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ ও আওয়ামী লীগের গুলিতে নিহত দুই।’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

পোস্টটিতে প্রদত্ত তথ্যানুযায়ী, লক্ষ্মীপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নিহতের সংখ্যা দুই দাবি করা হয়। তবে পরবর্তীতে একইদিন রাত ১১ টা ১৯ মিনিটে পেইজটিতে উক্ত তথ্য সংশোধন করে জানানো হয়, লক্ষ্মীপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে কৃষক দল নেতা সজিব হোসেন নিহত হয়েছেন।

অর্থাৎ দেখা যাচ্ছে, লক্ষ্মীপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বিএনপির মিডিয়া সেল থেকে প্রথমে দুইজন নিহতের দাবি করা হলেও পরবর্তীতে পেইজটি উক্ত দাবিটি সংশোধন করে একজন নিহতের কথা জানায়।
লক্ষ্মীপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রকৃতপক্ষে নিহতের সংখ্যা কত?
এ নিয়ে অনুসন্ধানে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বাংলা সংস্করণে গত ১৮ জুলাই ‘লক্ষ্মীপুরে আ. লীগ-বিএনপি-পুলিশ ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, লক্ষ্মীপুরে এক দফা দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ও গুলির ঘটনায় সজিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সজিবের পরিচয় সম্পর্কে পত্রিকাটি জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমানকে উদ্ধৃত করে জানায়, নিহত সজিব একজন যুবদলকর্মী।

এছাড়া অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪ এ একইদিনে ‘লক্ষ্মীপুরে বিএনপি-আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষ, যুবদল নেতা নিহত’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

প্রতিবেদনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার সূত্রে জানানো হয়, লক্ষ্মীপুরে দলটির কর্মসূচিতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যাকে দলটির পক্ষ থেকে যুবদলের নেতা দাবি করা হয়েছে।
লক্ষ্মীপুরের সংঘর্ষ ও নিহতের ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত আরও প্রতিবেদন দেখুন লক্ষ্মীপুরে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত শতাধিক (দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড), সাত জেলায় ব্যাপক সংঘর্ষ, লক্ষ্মীপুরে কর্মী নিহত (সমকাল)।
অর্থাৎ দেখা যাচ্ছে, লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএনপির সজিব নামে এক কর্মীর মৃত্যুর ঘটনা ঘটে। যা দলটির নেতৃবৃন্দই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মূলত, গত ১৮ জুলাই সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি দেয়। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় বিএনপির একটি ভেরিফায়েড পেইজ থেকে দাবি করা হয়, এই সংঘর্ষে জেলাটিতে দুইজন নিহত হয়েছে। পরবর্তীতে পেইজটি তথ্যটি সংশোধন করে একজন নিহতের তথ্য দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইজন নিহতের দাবিটি প্রচার হতে থাকে। তবে সার্বিক অনুসন্ধানে দেখা যায়, লক্ষ্মীপুরে বিএনপির কর্মসূচি চলাকালে সংঘর্ষে প্রকৃতপক্ষে একজনের মৃত্যু হয়েছে।
সুতরাং, লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে এক কর্মীর নিহতের সংবাদকে দুই কর্মী নিহত হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; তথ্যটি অর্ধসত্য।