ড. ইউনূসের জন্মদিন উপলক্ষে বিকাশে ২৪০০ টাকা উপহার দেওয়ার গুজব

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন উপলক্ষে মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ২,৪০০ টাকা বোনাস দিচ্ছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ড. ইউনূসের জন্মদিন

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনুসের জন্মদিন উপলক্ষে বিকাশের পক্ষ থেকে গ্রাহকদের ২,৪০০ টাকা উপহার দেওয়ার দাবিটি সঠিক নয় বরং বিকাশের লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট তৈরির মাধ্যমে প্রতারণার উদ্দেশ্যে উপহার প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে ড. ইউনূসের নাম ব্যবহার করে তৈরি বোনাসের অফার দেওয়া আলোচিত ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু সেসময় ওয়েবসাইট লিংকটি কাজ না করায় প্রবেশ করা সম্ভব হয়নি। 

Screenshot: Fake Website

পরবর্তীতে বিকাশের এমন কোনো ক্যাম্পেইন চালু আছে কিনা তা জানার চেষ্টা করে রিউমর স্ক্যনার।

বিকাশের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজে অনুসন্ধান করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন উপলক্ষে ২,৪০০ টাকা উপহার দেওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন ২৮শে জুন। সে হিসেবে সাম্প্রতিক সময়ে তার জন্মদিন উপলক্ষে উক্ত উপহার প্রদানের বিষয়টি অসত্য বলে প্রতীয়মান হয়।

পাশাপাশি, সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে বিকাশের পক্ষ থেকে এমন বোনাস অফার দেওয়ার দাবি প্রসঙ্গে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ওয়েবসাইটের লাইভ চ্যাটের মাধ্যমে রাইসা নামের বিকাশের একজন প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তথ্যটি ভুয়া।

তিনি আরও জানান, “অনুগ্রহ করে এ ধরনের ভুল তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না। বিকাশের তুমুল জনপ্রিয়তার জন্য কিছু অসাধু চক্র বিভিন্ন নকল ওয়েবসাইট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে নানা ধরনের মিথ্যা অফার দেখিয়ে বিকাশের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। বর্তমানে বিকাশ এ ধরনের কোনো অফার ঘোষণা করেনি এবং উক্ত অফারগুলোর সাথে বিকাশ-এর কোনো সম্পর্ক নেই। তাই, এসব মিথ্যা অফারের লোভে পড়ে কিংবা প্রতারিত হয়ে এই ধরনের কোনো ওয়েবসাইট অথবা অন্য কোনো মাধ্যমে কোনো লেনদেন করবেন না এবং আপনার বিকাশ একাউন্ট নাম্বার, পিন, ভেরিফিকেশন কোড বা অন্য কোনো তথ্য দিবেন না। এছাড়া এ ধরনের ওয়েবসাইটের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকবেন।মনে রাখবেন, বিকাশ কখনোই আপনার বিকাশ একাউন্টের পিন ও ভেরিফিকেশন কোড জানতে চায় না।”

সুতরাং, ড. ইউনূসের জন্মদিন উপলক্ষে বিকাশের পক্ষ থেকে গ্রাহকদের ২,৪০০ টাকা উপহার দেওয়া হচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও প্রতারণামূলক।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img