বিকাশের ৭ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে ব্যবহারকারীদের ৭৫৯৯ টাকা বোনাস দেওয়ার গুজব

সম্প্রতি, বিকাশের ৭ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বিকাশ সব ব্যবহারকারীদের ৭৫৯৯ টাকা বোনাস দিচ্ছে শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বিকাশের

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিকাশের ৭ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বিকাশ কর্তৃক সব ব্যবহারকারীদের ৭৫৯৯ টাকা বোনাস দেওয়ার দাবিটি সত্য নয় বরং বিকাশের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে বোনাস প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে বোনাসের অফার দেওয়া ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু সেসময় ওয়েবসাইট লিংকটি কাজ না করায় প্রবেশ সম্ভব হয়নি।

বিকাশ কি এমন কোনো ক্যাম্পেইন চালু আছে?

বিকাশের ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেইজে অনুসন্ধান করে ৭ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বোনাস দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

Screenshot: Bkash Website

পাশাপাশি, নির্ভরযোগ্য কোনো সূত্রে বিকাশ থেকে এমন বোনাস দেওয়া প্রসঙ্গে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে বিকাশের ওয়েবসাইটের লাইভ চ্যাটের মাধ্যমে স্যায়ীদ নামক বিকাশের একজন কর্মীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিকাশের ৭ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বিকাশ সব ব্যবহারকারীদের ৭৫৯৯ টাকা বোনাস দেওয়ার কোনো তথ্য তারা প্রকাশ করেনি এবং তিনি এই তথ্যটিকে বানোয়াট উল্লেখ করেছেন।

তিনি আরও জানান, “অনুগ্রহ করে এ ধরনের ভুল তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না। বিকাশের তুমুল জনপ্রিয়তার জন্য কিছু অসাধু চক্র বিভিন্ন নকল ওয়েবসাইট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে নানা ধরনের মিথ্যা অফার দেখিয়ে বিকাশের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। বর্তমানে বিকাশ এ ধরনের কোনো অফার ঘোষণা করেনি এবং উক্ত অফারগুলোর সাথে বিকাশ-এর কোনো সম্পর্ক নেই। তাই, এসব মিথ্যা অফারের লোভে পড়ে কিংবা প্রতারিত হয়ে এই ধরনের কোনো ওয়েবসাইট অথবা অন্য কোনো মাধ্যমে কোনো লেনদেন করবেন না এবং আপনার বিকাশ একাউন্ট নাম্বার, পিন, ভেরিফিকেশন কোড বা অন্য কোনো তথ্য দিবেন না। এছাড়া এ ধরনের ওয়েবসাইটের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, বিকাশ কখনোই আপনার বিকাশ একাউন্টের পিন ও ভেরিফিকেশন কোড জানতে চায় না।”

মূলত, বিকাশের ৭ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বিকাশ সব ব্যবহারকারীদের ৭৫৯৯ টাকা বোনাস দিচ্ছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বিকাশের পক্ষ থেকে এমন কোনো বোনাস ঘোষণা করা হয়নি। প্রকৃতপক্ষে বিকাশের ওয়েবসাইটের আদলে তৈরি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার উদ্দেশ্যে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

সুতরাং, বিকাশের ৭ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বিকাশ সব ব্যবহারকারীদের ৭৫৯৯ টাকা বোনাস দিচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও প্রতারণামূলক।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img