“১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিকাশ দিচ্ছে সবাইকে ১৬০০ টাকা বোনাস” বেসরকারি টেলিভিশন সময় টিভির লোগোসহ শীর্ষক শিরোনামে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ গ্রাহকদের ১৬০০ টাকা বোনাস দেওয়ার অফার দেয়নি বরং সময় টিভির সংবাদের থাম্বনেইল ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
সময় টিভির কথিত ছবির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে গত ১৪ নভেম্বর “আপনাদের সমস্যাই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি, বললেন উপদেষ্টা আসিফ” শীর্ষক শিরোনাম এবং “যদি কাউকে দায়িত্ব থেকে সরাতে হয়, সেটাও করা হবে” শীর্ষক থাম্বনেইলে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর থাম্বনেইলের ছবির সাথে সময় টিভির লোগো সম্বলিত বিকাশ থেকে বোনাস প্রদানের দাবির লিংকের ফিচারে ব্যবহৃত ছবির হুবহু সাদৃশ্য পাওয়া যায়।
উক্ত ভিডিওতে আসিফ মাহমুদকে গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিয়ে কথা বলেন। এই ভিডিও তিনি মহান বিজয় দিবস উপলক্ষে বিকাশ গ্রাহকদের ১৬০০ টাকা বোনাস দেওয়ার বিষয়ে কিছু বলেননি।
উক্ত দাবিটি যে ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করা হয়েছে তা পর্যবেক্ষণ করে দেখা যায় এটি ২০২৩ সালের ৩০ ডিসেম্বর তৈরি করা হয়েছিল। আর এতে বাংলাদেশ থেকে দুইজন, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া থেকে একজন করে অ্যাডমিন এই পেজটি পরিচালনা করছে।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টের ওয়েবসাইটের সাথে বিকাশের আসল ওয়েবসাইটের অমিল পাওয়া যায়।
আলোচিত ওয়েবসাইটের উক্ত ক্যাম্পেইনের লিংকে ঢুকে প্রদত্ত সকল ধাপ অতিক্রম করেও কোনো টাকা পাওয়া যায়নি।
এছাড়া, বিকাশের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ওয়েবসাইটের লাইভ চ্যাটের মাধ্যমে তানভীর নামে বিকাশের একজন কর্মীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তথ্যটি ভুয়া।
তিনি আরও জানান, “কিছু প্রতারক চক্র আমাদের গ্রাহকদের বিভিন্নভাবে আর্থিক ক্ষতি করার চেষ্টা করছে। অনুগ্রহ করে প্রতারনা এড়াতে কখনই অপরিচিত কোনো ফোন কল কিংবা SMS এর উপর ভিত্তি করে অথবা কারো কথা শুনে লেনদেন করবেন না। আপনার বিকাশ একাউন্টের পিন এবং ভেরিফিকেশন কোড (OTP) কখনো কারো সাথে শেয়ার করবেন না।”
সুতরাং, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ গ্রাহকদের ১৬০০ টাকা দেওয়া হচ্ছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।