সম্প্রতি, একটি কোলাজ ছবি যুক্ত করে “ISRO কে যখন টাকার অভাবে রকেট সাইকেলে আনতে হচ্ছিলো, তখন সরকার দেশের প্লেনে রাহুল গান্ধির জন্মদিন পালনে ব্যস্ত ছিল” শীর্ষক দাবিতে ফেসবুকে একটি তথ্য প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সাইকেলে করে রকেট আনার সময়ে প্লেনে রাহুল গান্ধির জন্মদিন পালনের দাবিটি সত্য নয় বরং উক্ত দাবিতে প্রচারিত কোলাজ ছবিতে থাকা দুইটি দৃশ্য ভিন্ন ঘটনার।
ছবি যাচাই ০১
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ‘Indiatoday’ এর ওয়েবসাইটে গত ২৫ আগস্ট “The Rocket Boys who fired up India’s space ambitions” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ১৯৬৩ সালের ২১ নভেম্বর প্রথম সাউন্ডিং রকেট থুম্বার লঞ্চ ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া হচ্ছিলো। সে সময় রকেটটিকে উৎক্ষেপণস্থলে নিয়ে যাওয়ার জন্য কোনো বড় যানবাহন ছিল না। তাই রকেট বহনের জন্য প্রথমে গরুর গাড়িতে করে এবং পরে সাইকেল ব্যবহার করে নিয়ে যাওয়া হয়।
অধিকতর অনুসন্ধানে ভারতীয় সরকারি সংবাদ মাধ্যম ‘Prasar Bharati’ এর এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি টুইটে উক্ত ছবিটি পাওয়া যায়।

উক্ত টুইটে থেকেও আলোচিত ছবির বিষয়ে একই তথ্য জানা যায়।
ছবি যাচাই ০২
অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ‘Timesnownews’ এ ২০১৮ সালের ১৯ জুনে “Throwback picture of grandmother Indira Gandhi celebrating Rahul Gandhi’s birthday on a plane” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধী তার মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীর সাথে একটি বিমানে রাহুলের জন্মদিন উদযাপন করেছিলেন।
অর্থাৎ, উক্ত দাবিতে প্রচারিত ছবি দুটির প্রথমটি ১৯৬৩ সালের এবং দ্বিতীয়টি ১৯৭৭ সালের। পাশাপাশি ছবি দুটির প্রেক্ষাপটের ঘটনাও আলাদা।
মূলত, ১৯৬৩ সালের ২১ নভেম্বরে ভারতের তৈরি প্রথম সাউন্ডিং রকেটটি কোনো ধরনের বড় যানবাহন না থাকায় প্রথমে গরুর গাড়িতে এবং পরে বাইসাইকেলে করে উৎক্ষেপণস্থলে নিয়ে যাওয়া হয়। অপরদিকে ১৯৭৭ সালে একটি বিমানে ইন্দিরা গান্ধী, তার মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীর সাথে রাহুল গান্ধীর জন্মদিন পালন করেন। সম্প্রতি, ঐ দুইটি ভিন্ন ঘটনার দুইটি ছবি কোলাজ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) টাকার অভাবে যখন রকেট সাইকেলে এনেছিল তখন ভারত সরকার দেশের প্লেনে রাহুল গান্ধির জন্মদিন পালনে ব্যস্ত থাকার দাবিতে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৩ আগস্ট চাঁদের বুকে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করেছে।
প্রসঙ্গত, পূর্বে চন্দ্রযান-৩ এর মিশন ডিরেক্টর ঋতু করিধাল দাবিতে ইন্টারনেটে ভুল তথ্য ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, ইসরো যখন টাকার অভাবে রকেট সাইকেলে এনেছিল, তখন ভারত সরকার দেশের প্লেনে রাহুল গান্ধির জন্মদিন পালন করছিল দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Indiatoday – The Rocket Boys who fired up India’s space ambitions
- Prasar Bharati – X Post
- Timesnownews – Throwback picture of grandmother Indira Gandhi celebrating Rahul Gandhi’s birthday on a plane