অন্তত গত ১৯ জানুয়ারি থেকে ফেসবু্কে টেক্সট আকারে এবং অন্তত ২৮ জানুয়ারি থেকে ছবি আকারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ বিজ্ঞপ্তি দাবিতে কিছু পোস্ট প্রচার হচ্ছে। এসব পোস্টে ছয়টি পদে (কোনো কোনো পোস্টে পাঁচটি পদ উল্লেখ) ২৯৩ জন নিয়োগের কথা বলা হয়েছে। আগ্রহী প্রার্থীদের যোগাযোগের জন্য একাধিক ফোন নম্বর (+8801401035187, +8801925196927) দেওয়া হয়েছে।

ফেসবুকের এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিমান বাংলাদেশের লোগো ব্যবহার করে বিমানবন্দরে ২৯৩ পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি আসল নয় বরং আর্থিক প্রতারণার উদ্দেশ্যে বিমান বাংলাদেশকে জড়িয়ে ভুয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে বিমান বাংলাদেশের ফেসবুক পেজে গত বছরের ১৬ নভেম্বরের এক পোস্ট থেকে জানা যায়, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তির প্রতারণা থেকে সাবধানে থাকুন।
এধরণের ভূয়া ফেসবুক পেইজ এর মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের হোয়াটসঅ্যাপ একাউন্টের মাধ্যমে নিরীহ সাধারণ মানুষদের প্রতারণার ফাঁদে ফেলছে একটি অসাধু চত্র।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সকল পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইট : www.biman-airlines.com এবং www.biman.gov.bd তে প্রকাশিত হয়।”
প্রতিষ্ঠানটি বলছে, পাসপোর্ট চেকার এবং চেকপোস্ট অফিসার নামের কোন পদই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নেই।
অর্থাৎ, এই ধরণের কথিত নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে প্রতিষ্ঠানটি পূর্বেই সতর্কবাণী দিয়েছে।
পরবর্তী অনুসন্ধানে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গত জানুয়ারি থেকে প্রচারিত সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিশ্লেষণ করে আলোচিত দাবিতে প্রচারিত কথিত নিয়োগ বিজ্ঞপ্তিটির অস্তিত্ব মেলেনি। এমনকি উক্ত পদগুলোর বিষয়েও প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতেও কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
তাছাড়া, প্রতিষ্ঠানটির সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, বিমানের নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদন সাধারণত ওয়েবসাইটের মাধ্যমে করতে হয়। ফোনে যোগাযোগ করে আবেদন করার কোনো উপায় নেই।
অর্থাৎ, ফোন নম্বর দিয়ে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে এই ধরণের কথিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সুতরাং, বিমান বাংলাদেশের লোগো ব্যবহার করে বিমানবন্দরে ২৯৩ পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা।
তথ্যসূত্র
- Biman Bangladesh Airlines : Facebook Post