সম্প্রতি, সম্প্রতি বাংলাদেশ বিমানবন্দরে কয়েকটি পদে নিয়োগের জন্য কিছু পোস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে পদগুলো হলো, সেফটি সুপারভাইজার, পাসপোর্ট চেকার,. রিসিপশন (মেয়ে), টলি ম্যান। এই বিষয়ে ভিন্ন ভিন্ন পোস্টে ভিন্ন ভিন্ন নাম্বারে যোগাযোগ করতে বলা হচ্ছে । এসব নাম্বর গুলো হচ্ছে 01931994871, 01709399588, 01994-867319, 01929103038, 01958-174858।
এ সংক্রান্ত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং, আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে বিমান বাংলাদেশের ওয়েবসাইটে সম্প্রতি এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তথ্য উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে মূল ধারার গণমাধ্যম আরটিভির ওয়েবসাইটে গত ২৯ এপ্রিল ‘ফেসবুকে বিমানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সর্তক করল কর্তৃপক্ষ’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্ক করেছে সংস্থাটি। সোমবার (২৯ এপ্রিল) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করে বিমান কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গ্রুপের ভুয়া নিয়োগে ‘পাসপোর্ট চেকার’ পদ উল্লেখ করা হয়েছে। পাসপোর্ট চেকার নামে কোনো পদই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নেই।
একইদিন বিমান বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ Biman Bangladesh Airlines Ltd. থেকে প্রকাশিত একটি প্রেস রিলিজ (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রেস রিলিজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নাম ব্যবহার করা ভুয়া ফেসবুক পেইজ ও ভুয়া ফেসবুক গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্কীকরণ উল্লেখ করে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লোগো এবং নাম ব্যবহার করে হিমেল খান নামধারী কর্তৃক ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বিমান কর্তৃপক্ষের নজরে এসেছে। এই ভুয়া ফেসবুক পেইজ, গ্রুপ ও ভুয়া নিয়োগ সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কোন সম্পর্ক নেই। উক্ত ভুয়া নিয়োগে “পাসপোর্ট চেকার” পদ উল্লেখ করা হয়েছে। পাসপোর্ট চেকার নামে কোন পদই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নেই।
আরও বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরণের কোন নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সকল নিয়োগ বিজ্ঞপ্তি বিমান এর অফিসিয়াল ওয়েবসাইট (www.biman.gov.bd) এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।’
আরও উল্লেখ করা হয়, ‘অত্র ফেসবুক পেইজই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একমাত্র ফেসবুক পেইজ এবং অদ্যাবধি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কোন অফিসিয়াল ফেসবুক গ্রুপ নেই।’
মূলত, আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন পদে লোক নিয়োগ চলছে, সৌজন্য বাংলাদেশ এয়ারলইন্স দাবিতে বিমান বন্দরে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একাধিক ফেসবুক পোস্ট প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলিতে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে ভিন্ন ভিন্ন ফেসবুক পোস্ট থেকে ভিন্ন ভিন্ন নাম্বারে যোগাযোগ অথবা CV পাঠাতে বলা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেনি। বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকেও এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত পোস্ট গুলোকে ভুয়া বলে সতর্ক করা হয়েছে।
সুতরাং, আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন পদে লোক নিয়োগ চলছে, সৌজন্য বাংলাদেশ এয়ারলাইন্স শীর্ষক দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বানোয়াট।
তথ্যসূত্র
- Rtv news: ফেসবুকে বিমানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি
- Facebook: Biman Bangladesh Airlines Ltd.