‘বিগ বস’ মিনিটে ৪০০ কোটি মানুষ দেখার দাবিতে গণমাধ্যমে ভুল তথ্য

সম্প্রতি ‘মিনিটে ৪০০ কোটি মানুষ দেখছেন ‘বিগ বস’ শীর্ষক দাবিতে একটি তথ্য গণমাধ্যম সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

গণমাধ্যমের ফেসবুক পেইজে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন- চ্যানেল আই, ঢাকা পোস্ট, চ্যানেল২৪, প্রতিদিনের সংবাদ, টাইম নিউজ বিডি, ভিন্ন বার্তা

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন- হিন্দুস্তান টাইমস (বাংলা)

ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বলিউড অভিনেতা সালমান খানের সঞ্চালনায় পরিচালিত ‘বিগ বস: ওটিটি সিজন ২’ শোটি প্রথম দু’সপ্তাহে মিনিটে ৪০০ কোটি লোক দেখার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং শোটি প্রথম দু’সপ্তাহে ৪০০ কোটি মিনিট দেখা হয়েছে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম India Times এ গত ৯ জুলাই ‘He’s A Hypocrite’, Fans React As Salman Khan Holds Cigarette While Hosting Bigg Boss OTT 2‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ‘বিগ বস: ওটিটি সিজন ২’ এর প্রথম দুই সপ্তাহে এটি ৪০০ কোটি মিনিট দেখা হয়েছে।

Screenshot: India Times

পাশাপাশি ভারতীয় বিনোদন ভিত্তিক ওয়েবসাইট Pink Villa তে ৮ জুলাই ‘Bigg Boss OTT 2: Salman Khan announces extension of this season; Will there be wild cards?‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও শোটি ৪০০ কোটি মিনিট ভিউ বা দেখার বিষয়ে তথ্য খুঁজে পাওয়া যায়।

Screenshot: Pink Villa

এ প্রতিবেদনগুলো থেকে নিশ্চিত হওয়া যায় যে, ‘বিগ বস: ওটিটি সিজন ২’ এর প্রথম দুই সপ্তাহে প্রতি মিনিটে ৪০০ কোটি মানুষ নয় বরং এই সময়ে এটি ৪০০ কোটি মিনিট দেখা হয়েছে।

এছাড়া Hindustan Times এর ইংরেজি সংস্করণে ‘Bigg Boss OTT 2: Salman Khan confirms two-weeks’ extension for show, says 400 crore minutes watched in 2 week‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে সালমান খানকে উদ্ধৃত করে গণমাধ্যমটি জানায়, ‘বিগ বস: ওটিটি সিজন ২’ এর সময়সীমা দুই সপ্তাহের জন্য বাড়ানো হলো। শোটি প্রথম দুই সপ্তাহে ৪০০ কোটি মিনিট দেখা হয়েছে। 

Screenshot: Hindustan Times

তবে গণমাধ্যমটির বাংলা সংস্করণে এই বিষয়টিকেই বিগ বস OTT 2-এর প্রথম দু’সপ্তাহে মিনিটে ৪০০ কোটি লোক দেখার দাবিতে প্রচার করা হয়েছে। 

অপরদিকে রিউমর স্ক্যানারে অনুসন্ধানে শোটির সময় বাড়ানোর বিষয়ে সালমান খানের ঘোষণার ভিডিওটিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটি যাচাই করেও নিশ্চিত হওয়া যায়, সালমান খান ৪০০ কোটি মিনিট দেখার বিষয়টিই বলেছেন। ভিডিওটির একটি কপি রিউমর স্ক্যানারের সংগ্রহে আছে, কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটি সাইটে প্রকাশ করা যাচ্ছে না।

মূলত, সম্প্রতি বলিউড অভিনেতা সালমান খান তার সঞ্চালনায় পরিচালিত ‘বিগ বস: ওটিটি সিজন ২’ শোয়ের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন এবং একই সময়ে তিনি জানান, শোটির প্রথম দুই সপ্তাহে ৪০০ কোটি মিনিট দেখা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, এই তথ্যটিকেই বিকৃত করে পরবর্তীতে ভারতীয় গণমাধ্যমসহ বাংলাদেশি একাধিক গণমাধ্যমে ‘বিগ বস: ওটিটি সিজন ২’ প্রতি মিনিটে ৪০০ কোটি মানুষ দেখেছেন দাবিতে সংবাদ প্রচার করা হচ্ছে। 

সুতরাং, ‘বিগ বস: ওটিটি সিজন ২’ প্রথম দুই সপ্তাহে প্রতি মিনিটে ৪০০ কোটি মানুষ দেখার দাবিতে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img