সম্প্রতি, স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন দ্বারা পরিচালিত বিদ্যানন্দ স্কুলের নামে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা গেছে। এর মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তির ছবিতে ০৫ ফেব্রুয়ারির তারিখে স্কুলটির বিভিন্ন পদে নিয়োগের বিষয়ে জানিয়ে ১৫ মার্চের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এছাড়া, একই স্কুলের নামে জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ২৬ জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তির বিজ্ঞাপন দেওয়া হয়েছে দাবিতে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি প্রচার করা হয়েছে। এ সংক্রান্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিদ্যানন্দ স্কুলের পক্ষ থেকে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এবং কালের কন্ঠেও এমন বিজ্ঞাপন প্রকাশ করেনি বরং প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ২৬ জানুয়ারি এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে কিনা তা পত্রিকাটির প্রিন্ট সংস্করণ যাচাই করে সত্যতা পায়নি রিউমর স্ক্যানার। এ সংক্রান্ত দাবির পোস্টগুলোতে বিডি জবস ডট কম বিডি নামে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। উক্ত লিংকে একই বিজ্ঞপ্তির ছবিই রয়েছে শুধু। বাংলাদেশে চাকুরি খোঁজার প্রতিষ্ঠিত মাধ্যম হিসেবে পরিচিত প্লাটফর্ম ‘বিডি জবস’। তবে উপরোল্লিখিত ওয়েবসাইটটি এই প্রতিষ্ঠানের নয়। বিডিজবসের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে, bdjobs.com। অন্যদিকে, উক্ত ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে bdjobs.com.bd। রিউমর স্ক্যানারকে বিডি জবস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই ওয়েবসাইটটি তাদের নয়।
কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তি দুইটির ছবিতে আবেদনের জন্য একটি লিংক (https://bit.ly/bidyanondoschool) দেওয়া হয়েছে। উক্ত লিংকে ক্লিক করলে একটি গুগল ফর্ম খুলে যায়। সেখানে ব্যক্তিগত বিভিন্ন তথ্যসহ মোবাইল নাম্বার চাওয়া হয়। ফরম পূরণ করলে পরে যোগাযোগ করা হবে বলে জানানো হয়৷
এ বিষয়ে জানতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলে তারা জানান যে এগুলো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। কালের কণ্ঠেও তারা এমন কোনো বিজ্ঞাপন দেননি। বিদ্যানন্দ কর্তৃপক্ষ জানিয়েছে, ভুয়া এসব নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে গত ১২ ফেব্রুয়ারি ঢাকার পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারা।
সুতরাং, কালের কণ্ঠের লোগো ব্যবহার করে বিদ্যানন্দ স্কুলের নামে নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা ও প্রতারণামূলক।
তথ্যসূত্র
- Kaler Kantho: E-Paper