দেশের চলমান বন্যা পরিস্থিতির মধ্যে বিভিন্ন সংগঠন এবং সংস্থা বন্যা কবলিত মানুষ এবং প্রাণীদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। এর প্রেক্ষিতে, স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ ‘এক টাকায় আহার’ এ প্রকাশিত একটি ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা লক্ষ্য করেছে রিউমর স্ক্যানার৷ গতকাল (২৪ আগস্ট) রাত ১০ টা ৩৩ মিনিটে বন্যার্তদের জন্য ফেনীতে রান্নার আয়োজনের একটি ছবি প্রকাশ করা হয় পেজটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে এই পোস্টের ছবির স্ক্রিনশটের সাথে বিদ্যানন্দের মূল ফেসবুক পেজে প্রকাশিত ২০২২ সালের একটি পোস্টের কথিত একটি স্ক্রিনশট যুক্ত করে দাবি করা হয়, রান্নার আয়োজনের ছবিটা সেসময়ের। কথিত এই স্ক্রিনশটে একই ছবি দেখতে পাওয়া যায়।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফেনীতে বন্যা কবলিতদের জন্য বিদ্যানন্দের রান্নার আয়োজনের এই ছবিটি পুরোনো নয় বরং বিদ্যানন্দের ২০২২ সালের একটি পোস্টের স্ক্রিনশট নিয়ে তাতে এই ছবিটি সম্পাদনার মাধ্যমে বসিয়ে ছবিটিকে পুরোনো বলে দাবি করা হচ্ছে৷ যদিও মেটাডাটা যাচাই করে দেখা গেছে, ছবিটি গতকালই তোলা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এর মূল ফেসবুক পেজে আলোচিত পোস্টটি খুঁজে পাওয়া যায়৷ ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত এই পোস্টের ক্যাপশনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটে থাকা একই তারিখের পোস্টের ক্যাপশনে মিল পাওয়া যায়। তবে এই পোস্টে আলোচিত ছবিটি পাওয়া যায়নি। সাধারণত কোনো পোস্ট থেকে ছবি সরিয়ে নেওয়া বা ছবি যুক্ত করা হলে পোস্টের এডিট হিস্টোরি অপশনে তার প্রমাণ থেকে যায়। রিউমর স্ক্যানার তাই আলোচিত এই পোস্টের এডিট হিস্টোরি যাচাই করে দেখেছে। তবে এই পোস্টটি সাম্প্রতিক সময়ে সম্পাদিত করা হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি। পোস্টটি প্রকাশের দিনই শুধু এটি সম্পাদনা করা হয়েছিল। সে সময় ছবি যুক্ত করা হয়েছিল, সরিয়ে নেওয়া হয়নি।

কোনো ছবি সম্পাদিত কিনা তা জানার কার্যকরী উপায় হচ্ছে ছবির মূল ফাইলের মেটাডাটা যাচাই করে দেখা। এক্ষেত্রে যিনি ছবিটি তুলেছেন তাকেই একই ডিভাইস থেকে মূল ছবিটি পাঠাতে হয়। এই ছবিটি বিশ্লেষণ করেই ছবিটি কখন এবং কোন ডিভাইস থেকে তোলা হয়েছে তা সহ আনুষঙ্গিক নানা বিষয় সম্পর্কে জানা যায়।
রিউমর স্ক্যানার বিদ্যানন্দ ফাউন্ডেশনে যোগাযোগ করে এই ছবির মূল ফাইলসহ একই সময়ের একাধিক ছবি সংগ্রহ করেছে। এই ছবিটির মেটাডাটা বিশ্লেষণ করে দেখা গেছে, এই ছবিটি ২৪ আগস্ট অর্থাৎ গতকাল দুপুর ০৩ টা ০৮ মিনিটে ফেনী থেকে তোলা হয়। বিদ্যানন্দের একজন স্বেচ্ছাসেবক (নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করা হচ্ছে না) এই ছবিটি তোলেন।
একই সময়ে তোলা আরো একাধিক ছবিও তিনি রিউমর স্ক্যানারকে দিয়েছেন যেগুলোর মেটাডাটা বিশ্লেষণ করেও ছবিগুলো গতকালের বলে নিশ্চিত হওয়া যাচ্ছে৷
সুতরাং, বন্যা কবলিতদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের গতকালের রান্নার আয়োজনের একটি ছবিকে ২০২২ সালের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা এবং উক্ত স্ক্রিনশটটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Image File: Metadata Analysis
- Rumor Scanner’s own analysis