গতকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনেকেই শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। এরই প্রেক্ষিতে শ্রদ্ধাঞ্জলির একটি ফুলের ডালার ছবি প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, “২১ এর প্রথম প্রহরে সবার চোখ ফাকি দিয়ে কুকুরলীগ কেন্দ্রীয় শহিদ মিনারে শুভেচ্ছা জানাই গেলো। ইন্টেরিম করে কি?.. [রাত ২–৩ টার দিকে দায়িত্বরত রোভার স্কাউটিং সদস্যদের নজরে আসার পর তাৎক্ষণিক ভেঙ্গে ফেলা হয়]”।
উক্ত ফুলের ডালায় লেখা দেখতে পাওয়া যায়, “শ্রদ্ধাঞ্জলি | বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল”। অর্থাৎ, দাবি করা হয়েছে যে প্রচারিত ফুলের ডালা’টি নিষিদ্ধ ঘোষিত ও বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ছিল।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ফুলের ডালাটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নয় বরং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ – বিসিএল এর ফুলের ডালাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ফুলের ডালাটি পর্যবেক্ষণ করলে তাতে ‘বাংলাদেশ ছাত্রলীগ – বিসিএল’ লেখা যায়। এরই সূত্র ধরে অনুসন্ধান করলে ‘বাংলাদেশ ছাত্রলীগ – বিসিএল’ নামে একটি ফেসবুক পেজ পাওয়া যায়। উক্ত ফেসবুক পেজে গত ২১শে ফেব্রুয়ারিতে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্য এর একাংশ পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে বলা হয়, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল নেতৃবৃন্দ।” এসময় বিসিএল নেতৃবৃন্দের ফুলের ডালার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুলের ডালার সাদৃশ্য পাওয়া যায়।

উক্ত বাংলাদেশ ছাত্রলীগ – বিসিএল নামক সংগঠনটির ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করলে জানা যায়, এটি বাংলাদেশ জাসদ সমর্থিত সংগঠন এবং তাদের সভাপতি গৌতম চন্দ্র শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান৷
এ বিষয়ে আরো অনুসন্ধানে সংগঠনটির সভাপতি ‘গৌতম শীল’ এর ফেসবুক অ্যাকাউন্টেও গত ২১শে ফেব্রুয়ারিতে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন।” শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি পোস্টে কয়েকটি পোস্টের সংযুক্তি পাওয়া যায়, যার মধ্যে একটি ফুলের ডালার ছবিও ছিল৷ উক্ত ফুলের ডালার সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ফুলের ডালার সাদৃশ্য পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ফুলের ডালাটি ‘বাংলাদেশ ছাত্রলীগ – বিসিএল’ নামের একটি সংগঠনের।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন। এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
তাছাড়া, এই দুইটি সংগঠনের মধ্যে আরো পার্থক্য রয়েছে। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইংরেজি সংক্ষিপ্তরূপ বিএসএল যার পূর্ণরূপ Bangladesh Students’ League. আর বাংলাদেশ জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের ইংরেজি সংক্ষিপ্তরূপ বিসিএল যার পূর্ণরূপ Bangladesh Chatra League. এছাড়াও, সংগঠন দুইটির লোগোর মধ্যেও পার্থক্য রয়েছে। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লোগো মূলত কালো রংয়ের ও তিন তারকা সম্বলিত। অপরদিকে বাংলাদেশ জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ – বিসিএলের লোগো মূলত লাল রঙের ও এক তারকা সম্বলিত।

এ বিষয়ে জানতে রিউমর স্ক্যানার যোগাযোগ করে বাংলাদেশ জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ – বিসিএল এর সভাপতি গৌতম চন্দ্র শীলের সাথে৷ তিনি নিশ্চিত করেন, প্রচারিত ফুলের ডালার ছবিটি তাদের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর। তিনি আরো বলেন, তাদের সংগঠন ও বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দুইটি আলাদা সংগঠন।
সুতরাং, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ – বিসিএল এর শ্রদ্ধাঞ্জলির ফুলের ডালা’র ছবিকে নিষিদ্ধ ঘোষিত ও বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফুলের ডালার ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল – Facebook Page
- বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল – Facebook Post
- Gautam Shil – Facebook Post
- The Daily Star – ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনান
- Statement of Gautam Shil, President, Bangladesh Chatra League – BCL
- Rumor Scanner’s analysis