যুক্তরাষ্ট্র কর্তৃক গুয়েতেমালায় নিষেধাজ্ঞার ঘটনা বাংলাদেশের দাবিতে প্রচার

সম্প্রতি, ১০০ এমপি মন্ত্রী সহ ৩০০ জনকে নিষেধাজ্ঞা, কেঁদে কেঁদে পদত্যাগ করলেন ডিবি হারুন শীর্ষক শিরোনামে এবং থাম্বনেইলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবিসহ একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র কর্তৃক

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের কোনো মন্ত্রী বা সংসদ সদস্যের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়নি বরং মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসনে বাধাগ্রস্ত করায় যুক্তরাষ্ট্র ১০০ কংগ্রেস সদস্যসহ প্রায় ৩০০ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদের পদত্যাগ করার তথ্য কোনো গ্রহণযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ৮ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওটির শুরুতে জাতীয় দৈনিক কালবেলা’র লোগোসহ একটি সংবাদ প্রতিবেদনের খণ্ডাংশ দেখানো হয়।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ অনুসন্ধান করে কালবেলা’র ইউটিউব চ্যানেলে গত ১২ ডিসেম্বর “দুর্নীতি করায় ৩০ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা | US Visa Sanction | Against Corruption” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, দুর্নীতির অভিযোগে গত ১১ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ৩০ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানায়।। এই নিষেধাজ্ঞার তালিকায় বিদেশে অবস্থানরত বর্তমান এবং সাবেক কিছু কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।

অর্থাৎ, শিরোনামে ৩০০ জনের নিষেধাজ্ঞার কথা বললেও আলোচিত ভিডিওতে ৩০ জনের ওপর নিষেধাজ্ঞার তথ্য তুলে ধরেছে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট এর ওয়েবসাইটে গত ১১ ডিসেম্বর মুখপাত্রের ফ্যাক্ট শীট থেকেও একই তথ্য পাওয়া যায়।

বাংলাদেশি ১০০ জন সংসদ সদস্যসহ মোট ৩০০ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে অনুসন্ধানে দেশিয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো গ্রহণযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট এর ওয়েবসাইটে গত ১১ ডিসেম্বর বিভাগটির মুখপাত্র মেথু মিলারের দেওয়া এক বিবৃতি খুঁজে পাওয়া যায়।

বিবৃতি থেকে জানা যায়, মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসনে বাধাগ্রস্ত করায় যুক্তরাষ্ট্র ১০০ কংগ্রেস সদস্যসহ প্রায় ৩০০ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে।

এছাড়া ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদের পদত্যাগ করার ব্যাপারে অনুসন্ধানে দেশিয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো গ্রহণযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, গত ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট এর মুখপাত্র মেথু মিলার এক বিবৃতি দিয়ে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসনে বাধাগ্রস্ত করায় গুয়েতেমালায় ১০০ কংগ্রেস সদস্যসহ প্রায় ৩০০ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিভাগটির ওয়েবসাইটে প্রকাশ করেন। উক্ত বিবৃতি নিয়ে দেশিয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রতিবেদনও প্রকাশিত হয়। তবে সম্প্রতি, উক্ত ঘটনারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ১০০ জন সংসদ সদস্যসহ ৩০০ জনকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে এবং ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদের পদত্যাগ করেছেন দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হচ্ছে।

সুতরাং, ১০০ জন সংসদ সদস্যসহ ৩০০ জনকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে এবং ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদের পদত্যাগ করেছেন দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img