কুচকাওয়াজের পুরোনো ছবিকে বাংলাদেশের ট্যাংকের ভারতীয় সীমান্তে অগ্রসরের ভুয়া দাবি

সম্প্রতি, বিপুল সংখ্যক বাংলাদেশি ট্যাংক ভারতীয় সীমান্তের দিকে অগ্রসর হতে দেখা গেছে দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

এক্সে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ভারতীয় সীমান্তে ট্যাংক অগ্রসর হওয়ার ছবি নয় বরং সামরিক বাহিনীর কুচকাওয়াজের পুরোনো ছবিকে ভুয়া দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৮ সালের “শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় বাংলাদেশ ৫৭তম” শীর্ষক শিরোনামে শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনের সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়।

Comparison By Rumor Scanner 

প্রতিবেদনে সংযুক্ত ছবির ক্যাপশন থেকে জানা যায়, এটি সামরিক বাহিনীর কুচকাওয়াজের দৃশ্যের পুরোনো ছবি।

এছাড়া, ভারতীয় সীমান্তে বাংলাদেশী ট্যাংকের অগ্রসর হওয়া সংক্রান্ত দাবিতে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, সামরিক বাহিনীর কুচকাওয়াজের পুরোনো ছবি ভারতীয় সীমান্তে বাংলাদেশী ট্যাংকের অগ্রসর হওয়ার দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img