বাংলাদেশই একমাত্র নয়, জোটের বাইরের আরও ৮ টি দেশ জি২০ সম্মেলনে অংশ নিয়েছিল

সম্প্রতি ‘জি-২০’র সদস্য না হয়েও আমন্ত্রণ পেয়েছে একমাত্র বাংলাদেশ’ দেওয়া হচ্ছে শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট  (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতের দৈনিক আনন্দবাজার পত্রিকার সূত্রে দেশটিতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে সদস্য না হয়েও একমাত্র বাংলাদেশের আমন্ত্রণ পাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে উক্ত সম্মেলনে জি২০ এর সদস্য নয় এমন আরও ৮ টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই সম্মেলনে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বাংলাদেশই আমন্ত্রণ পেয়েছে।  

আনন্দবাজার পত্রিকা সূত্রে ভুল তথ্য প্রচার

জি২০ সম্মেলনে সদস্য না হয়েও একমাত্র বাংলাদেশের আমন্ত্রণ পাওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, উক্ত পোস্টগুলোতে এই তথ্যের সূত্র হিসেবে ভারতীয় বাংলা ভাষার দৈনিক আনন্দবাজার পত্রিকাকে উদ্ধৃত করা হয়েছে। 

তবে গণমাধ্যমটিতে জি২০ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে জি২০ সম্মেলনে সদস্য না হয়েও একমাত্র বাংলাদেশের আমন্ত্রণ পাওয়ার বিষয়ে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

জি২০ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এমন কিছু প্রতিবেদন দেখুন 

Screenshot: Anandabazar Patrika

এই প্রতিবেদনগুলো থেকে পাওয়া তথ্য মতে বরং নিশ্চিত হওয়া যায়, বাংলাদেশ জি২০ জোটটির সদস্য না হলেও দক্ষিণ এশিয়া থেকে এই সম্মেলনে কেবল বাংলাদেশকেই আমন্ত্রণ জানানো হয়েছে।  

সম্মেলনে বাংলাদেশ ছাড়াও জি২০ জোটের বাইরে আমন্ত্রণ পেয়েছে ৮ দেশ  

অনুসন্ধানে দেখা যায়, ভারতে সদ্য অনুষ্ঠিত এই জি২০ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও এই জোটের বাইরে আরও ৮ টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ নিয়ে ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দুতে চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ‘‘Nine guest countries’ to summit will be ultimately guided by ‘continuity’ of G20’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতের সভাপতিত্বে এ বছরের জি২০ সম্মেলনে জোটভুক্ত দেশগুলোর বাইরে অতিথি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং আরব আমিরাতের নাম পাওয়া যায়।  

পরবর্তীতে সদ্যসমাপ্ত জি২০ সম্মেলনের ওয়েবসাইট ঘুরেও এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে একই দেশগুলোর নাম খুঁজে পাওয়া যায়।  

Screenshot: g20.org 

এছাড়া জি২০ ইন্ডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরেও দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এই আমন্ত্রিত দেশের অতিথিরা সম্মেলনে অংশগ্রহণ করতে ভারতে এসেছিলেন। 

যেমন, নাইজেরিয়া, নেদারল্যান্ডস ও সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের জি২০ সম্মেলনে অংশ নিতে ভারতে আগমন সংক্রান্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।  

অর্থাৎ এই সম্মেলনে জি২০ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও এই জোটের বাইরে আরও ৮ টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা জি২০ জোটের সদস্য নয়। 

উল্লেখ্য, জি২০ বা গ্রুপ অব টুয়েন্টি হচ্ছে কতগুলো দেশের একটি জোট, যারা বিশ্ব অর্থনীতির বিষয়ে পরিকল্পনার জন্য আলোচনা করতে বৈঠক করে। জি২০ ভুক্ত দেশগুলোর আওতায় বিশ্ব অর্থনীতির ৮৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশ। বিশ্বের দুই-তৃতীয়াংশ জনগণও রয়েছে এসব দেশে।

এর সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং আরো ১৯টি দেশ। এসব দেশ হচ্ছে – আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। 

মূলত, গত ৯-১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে দেশটির সভাপতিত্বে এবারের জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে জোটভুক্ত দেশগুলোর বাইরেও বাংলাদেশসহ আরও ৮ টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বাংলাদেশ এই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বাংলাদেশের এই আমন্ত্রণের বিষয়টিই পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম দৈনিক আনন্দবাজার পত্রিকা সূত্রে জি-২০’র সদস্য না হয়েও আমন্ত্রণ পেয়েছে একমাত্র বাংলাদেশ’ শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, আনন্দবাজার পত্রিকায় এমন কোনো তথ্য প্রচার করা হয়নি।

সুতরাং, জি-২০’র সদস্য না হয়েও একমাত্র বাংলাদেশ এই সম্মেলনে আমন্ত্রণ পাওয়ার দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img