সম্প্রতি ফায়ার সার্ভিসের গাড়িতে ‘আগুন লাগলে দোয়া পড়ুন‘ শীর্ষক লেখা সম্বলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফায়ার সার্ভিসের গাড়িতে ‘আগুন লাগলে দোয়া পড়ুন’ শীর্ষক লেখাটি বাস্তব নয় বরং এডিটেড। প্রকৃতপক্ষে সংস্থাটির কোনো অগ্নি নির্বাপক গাড়িতে এমন লেখা খুঁজে পাওয়া যায়নি।
দাবিটির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে অগ্নিকান্ড সহ বিভিন্ন দুর্ঘটনায় দেখা যাওয়া ফায়ার সার্ভিসের বিভিন্ন গাড়ির ছবি ও ফুটেজ বিশ্লেষণ করে।
যেমন, Md Rejuanul Haque নামের একজন ফায়ার সার্ভিস কর্মীর ফেসবুক একাউন্টে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নেভানোর কাজে ব্যবহৃত একটি গাড়ির ছবি পাওয়া যায়। তবে এই গাড়িটির কোথাও ‘আগুন লাগলে দোয়া পড়ুন’ শীর্ষক লেখাটি দেখা যায়নি।
একই ধরনের গাড়ির আরেকটি ছবি পাওয়া যায় Akash Bhuyian নামের একটি ফেসবুক একাউন্টে।
২০১৯ সালের ৯ জুন একাউন্টটিতে প্রচার করা এই গাড়িটির সঙ্গেও ‘আগুন লাগলে দোয়া পড়ুন’ শীর্ষক লেখা সম্বলিত গাড়িটির মিল খুঁজে পাওয়া যায়। পাশাপাশি Imran Hosain নামের একটি ফেসবুক একাউন্টে ২০২০ সালের ১৯ মার্চ ও একই বছরের ১৫ জুলাই Ashik Mridha Niloy নামের একটি একাউন্টে প্রদত্ত দুইটি ফেসবুক পোস্টে ফায়ার সার্ভিসের অনুরূপ গাড়ির ছবি পাওয়া যায়।
তবে এসব গাড়িতে ‘আগুন লাগলে দোয়া পড়ুন’ শীর্ষ এমন কোনো লেখা খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া বিভিন্ন গণমাধ্যম সূত্রেও ফায়ার সার্ভিসের যেসব গাড়ির ছবি পাওয়া যায় সেখানেও এমন কোনো লেখা দেখা যায়নি।
পরবর্তীতে বিষয়টি নিয়ে আরও অধিকতর অনুসন্ধানে ছবিটিতে থাকা স্বাক্ষরের সূত্রে এই ছবিটির প্রথম প্রচারকারী সাজু সেলিম হোসাইন নামের এক আর্টিস্ট এর ফেসবুক একাউন্ট খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। ফেসবুক একাউন্টটিতে গত ৪ এপ্রিল ফায়ার সার্ভিসের গাড়িতে ‘আগুন লাগলে দোয়া পড়ুন’ শীর্ষক লেখা সম্বলিত আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশনে তিনি লিখেন, ‘প্রাকৃতিক দুর্যোগ, যেমন ঝড়, বন্যা কিংবা কোনো অগ্নিকাণ্ড ঘটামাত্র আমাদের তথাকথিত মিডিয়াগুলো দুআ পড়তে বলে মানে সেই দুআটি পড়লে মানুষ সমূহ বিপদ কিংবা ক্ষতির হাত থেকে মুক্তি পাবে যার কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি তাই হতো তাইলে ফায়ার সার্ভিস, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, পুলিশ কিংবা সেনাবাহিনীসহ রাষ্ট্রের অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কোনো কাজই থাকে না! সাধারণ ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে ব্যবহার করে সস্তা জনপ্রিয়তা লাভের জন্য এইসব মিডিয়াগুলোর বিপরীতে আমার অবস্থান- এই ছবি!’
এছাড়া ছবিটি সম্পর্কে কমেন্টবক্সে তার কাছে জানতে চাইলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন, ‘যে কোন রকম অগ্নিকাণ্ড হওয়ামাত্রই আমাদের মিডিয়াগুলো আগুন নেভাতে/ আগুনে ক্ষতির হাত থেকে বাঁচতে “কোন দুআ পড়তে হবে”-র জানান দেয়! মানে, দুআ পড়লেই আগুন নিভে যাবে! তাইলে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কোনো প্রয়োজন নাই? এই চিন্তা থেকেই এই ছবিটা বানিয়েছি! আর মেইনস্ট্রিম মিডিয়ার এইসব অযৌক্তিক, অবৈজ্ঞানিক “ইনফরমেশন”গুলোর ফ্যাক্টচেকিংটা বোধয় বেশি জরুরী!’
অর্থাৎ ছবিটি তিনি নিজেই সম্পাদনা করে তৈরি করেছেন।
আর্টিস্ট সাজু সেলিম যে ছবিটিতে সম্পাদনা করেছেন
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Soa Maps নামের একটি ওয়েবসাইটে ‘Beanibazar Fire Service & Civil Defence‘ শীর্ষক একটি প্রতিবেদনে সাজু সেলিম যে ছবিটি সম্পাদনা করেছিলেন, সেটি খুঁজে পাওয়া যায়।
এছাড়া উইকিপিডিয়াতেও আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটটির প্রায়প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়। এই অগ্নিকাণ্ডের সময় দেশীয় বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইট ও ফেসবুক পেইজে আগুন লাগলে যে দোয়া পড়বেন সহ সমজাতীয় শিরোনামে একাধিক প্রতিবেদন ও ব্যানার প্রচার করা হয়।
এমন কিছু প্রতিবেদন ও ব্যানার দেখুন চ্যানেল২৪ ফেসবুক ব্যানার, চ্যানেল২৪ ওয়েবসাইট, ডিবিসি নিউজ ফেসবুক ব্যানার, ডিবিসি নিউজ ওয়েবসাইট, দৈনিক বাংলা ফেসবুক ব্যানার, দৈনিক বাংলা ওয়েবসাইট, ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইট, ঢাকা মেইল।
মূলত, গত ৪ এপ্রিল রাজধানীর গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটটির প্রায়প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়। এই অগ্নিকাণ্ডের সময় দেশীয় বিভিন্ন গণমাধ্যম আগুন লাগলে যে দোয়া পড়বেন সহ সমজাতীয় বিভিন্ন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে৷ এরই প্রেক্ষিতে সাজু সেলিম হোসাইন নামের একজন আর্টিস্ট তার ফেসবুক অ্যাকাউন্টে ফায়ার সার্ভিসের একটি গাড়ির ছবি সম্পাদনার মাধ্যমে ‘আগুন লাগলে দোয়া পড়ুন’ শীর্ষক লেখা সম্বলিত ফায়ার সার্ভিসের গাড়ির একটি ছবি পোস্ট করেন৷ উক্ত ছবিটিই পরবর্তীতে আসল ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সুতরাং, ফায়ার সার্ভিসের গাড়িতে ‘আগুন লাগলে দোয়া পড়ুন’ শীর্ষক লেখা সম্বলিত ছবিটি সম্পূর্ণ এডিটেড।
তথ্যসূত্র
- Md Rejuanul Haque Facebook Post: Md Rejuanul Haque
- Akash Bhuyian Facebook Post: Akash Bhuyian
- Imran Hosain Facebook Post: Imran Hosain
- Originator Post: আগুন লাগলে দোয়া পড়ুন
- Daily Prothom Alo: বঙ্গবাজারে আগুন: ৭০০ কোটি টাকা চায় দোকান মালিক সমিতি
- Wikipedia: https://en.m.wikipedia.org/wiki/File:Bangladesh_Fire_Service_van.JPG
- Soa Maps: Beanibazar Fire Service & Civil Defence
- Rumor Scanner Own Analysis