সম্প্রতি “টাইগারদের নতুন টি-টোয়েন্টি হেড কোচ শ্রীধরন শ্রীরাম; পাওয়ার হিটিং কোচ জেমি সিডন্স” শীর্ষক শিরোনামের একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

ফেসবুক ও গণমাধ্যমে প্রচারিত পোস্ট ও সংবাদ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্ট ও নিউজের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শ্রীধরন শ্রীরাম টি-টুয়েন্টি ফরম্যাটের নতুন কোচ হিসেবে নয় বরং টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে যোগ দিচ্ছেন।
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে জানা যায়, ১৯ আগস্ট, ২০২২ তারিখে Cricfrenzy.com নামক স্পোর্টস মিডিয়ায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। উক্ত সাক্ষাৎকারে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেন, “He’s definitely not coming as head coach.” তিনি আরো জানান, শ্রীরাম আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
নাজমুল হাসান পাপনের এই বক্তব্য উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়।

তবে ফেসবুকের বিভিন্ন পেজে এবং কয়েকটি গণমাধ্যমে শ্রীধরন শ্রীরাম হেড কোচ হিসেবে যুক্ত হচ্ছেন গুঞ্জন ওঠে।
উল্লেখ্য, রাসেল ডোমিঙ্গ বাংলাদেশের হেড কোচ হিসেবে এখনো দ্বায়িত্বরত আছে। বিসিবি থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। আগামী সোমবার এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে জানান, নাজমুল হাসান পাপন।

মূলত, আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে শ্রীধরন শ্রীরামকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে দাবির একটি গুঞ্জন প্রচারিত হচ্ছে। তবে আজ বিসিবি সভাপতি নাজমুুল হাসান পাপন নিশ্চিত করেছেন, প্রধান কোচ নয় বরং সে টেকনিক্যাল কনসাল্টেন্ট হিসেবে আসছেন।
এছাড়া, রাসেল ডোমিঙ্গোকে টি-টুয়েন্টি দলের কোচিং থেকে বাদ দেয়া হবে কি না তা আগামী ২২ আগস্ট বোর্ড সভার পর নিশ্চিত করবে বিসিবি।
সুতরাং, হেড কোচ হিসেবে শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
Cricfrenzy.com on Facebook – কোচ নয়, পরামর্শক হিসেবে আসছে ভারতের শ্রীরাম
Prothom Alo – বাংলাদেশ টি–টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম
Espncricinfo – BCB to decide on Domingo’s future as Bangladesh head coach on Monday