গত ০৭ আগস্ট “ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে তরুন প্রজন্মের সবার প্রিয় ড. মিজানুর রহমান আজহারী এবং শায়েখ আহমাদুল্লাহ”- শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার হয়।
দাবি করা হয়েছে, অন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি এবং মাওলানা শায়খ আহমাদুল্লাহ।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখা নে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি এবং মাওলানা শায়খ আহমাদুল্লাহর অন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, আলোচিত দাবি প্রচার হওয়ার সময় অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা হিসেবে কাউকে দায়িত্বই দেওয়া হয়নি। পরবর্তীতে ০৮ আগস্ট অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা হিসেবে ইসলামিক ব্যক্তিত্ব আ.ফ.ম খালিদ হাসানের নাম ঘোষণা করা হয় এবং ঐ দিনই তিনি শপথ গ্রহণ করেন।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের নাম খুঁজে(১, ২) পাওয়া যায়। জানা যায়, অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক ব্যক্তিত্ব আ.ফ.ম খালিদ হাসান।
এছাড়া, ধর্ম উপদেষ্টার দায়িত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামিক বক্তা শায়েখ আহমাদুল্লাহর একটি মন্তব্য পাওয়া যায়। যেখানে তিনি লিখেন-
সুতরাং, অন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান আজহারি এবং মাওলানা শায়খ আহমাদুল্লাহ শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- BBC Bangla: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন যারা
- Ajker Patrika: উপদেষ্টাদের কার কী পরিচয়
- Rumor Scanner’s Own Analysis