ঢাকা মহানগরে আ’লীগের সাম্প্রতিক জনসভা দাবিতে ২০২২ সালের ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, সম্প্রতি ঢাকা মহানগরে আওয়ামী লীগের জনসভায় হাজার হাজার মানুষের ঢলের দৃশ্য এটি।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে। 

গত ২২ আগস্ট টিকটকে প্রকাশিত এই ভিডিওটি ১২ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২২ সালে ঢাকা জেলা আ’লীগের সম্মেলনের ভিডিওকে বিভ্রান্তিকরভাবে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।    

এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ২০২২ সালের ২৯ অক্টোবর মূল ধারার গণমাধ্যম সময় টিভির চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়,  ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের দৃশ্য এটি।

Comparison: Rumor Scanner 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকাজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সেদিন রাজধানীর শেরে বাংলা নগরে (পুরনো বাণিজ্য মেলা প্রাঙ্গণ) দলটির লাখো নেতাকর্মীদের ঢল নেমেছিল।  

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২২ সালের।  

সুতরাং, সম্প্রতি ঢাকা মহানগরে আওয়ামী লীগের জনসভায় হাজার হাজার মানুষের ঢলের দৃশ্য দাবিতে ২০২২ সালের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img