শেরপুরের দরবার শরীফের মসজিদ নয়, এটি ভারতের ত্রিপুরার মসজিদ ভাঙচুরের ভিডিও

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মসজিদের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, এটি বাংলাদেশের শেরপুরের মুরশিদপুর দরবার শরীফের মসজিদ ভাঙচুরের ভিডিও।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি বাংলাদেশের শেরপুরের মুরশিদপুর দরবার শরীফের মসজিদ ভাঙচুরের নয় বরং, এটি ভারতের ত্রিপুরা রাজ্যের কদমতলার একটি মসজিদে সাম্প্রদায়িক হামলা ও ভাঙচুরের ঘটনায় ধারণকৃত ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে India News HD নামের একটি ইন্সটাগ্রাম হ্যান্ডেলে গত ০৯ অক্টোবর ‘This is from Tripura, Kadamtala’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি ভারতের ত্রিপুরা রাজ্যের কদমতলার একটি মসজিদে ভাঙচুরের ঘটনার।

আরও জানা যায়, কদমতলা বাজার মসজিদে পরিকল্পিত ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে পবিত্র কুরআনসহ অন্যান্য বই পুড়িয়ে ফেলা হয়েছে। উত্তেজিত জনতা স্থানীয় মসজিদটি ভাঙচুর করেছে। কথিত মুসলিম পরিবার “দুর্গা পূজা প্যান্ডেল” এর জন্য অনুদান দিতে অস্বীকৃতি জানানোয় উক্ত এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়।

এছাড়াও, ভারতীয় গণমাধ্যম Hayedrabad Deccan News এর ইন্সটাগ্রাম হ্যান্ডেলেও গত ১১ অক্টোবর প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিও থেকেও জানা যায়, মসজিদ ভাঙচুরের ভিডিওটি ভারতের ত্রিপুরা রাজ্যের কদমতলা এলাকার।

তাছাড়া, গুগল ম্যাপ থেকেও জানা যায়, এটি ভারতের ত্রিপুরার কদমতলা ‍এলাকার মসজিদ।

সুতরাং, ভারতের ত্রিপুরা রাজ্যের কদমতলার একটি মসজিদ ভাঙচুরের ভিডিওকে বাংলাদেশের শেরপুরের মুরশিদপুর দরবার শরীফের মসজিদ ভাঙচুরের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • Instagram: Post
  • Instagram: Post
  • Hindustani Media YouTube: Post
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img