সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. আসিফ নজরুলের সাথে মেহজাবীন চৌধুরীর এই ছবিটি আসল নয় বরং, ড. আসিফ নজরুলের সাথে তার স্ত্রী শীলা আহমেদের ভিন্ন একটি ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শীলা আহমেদের মুখমণ্ডলের স্থলে মেহজাবীন চৌধুরীর মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৩ সালের ২৪ জুলাই ‘’আমার হজযাত্রা-১’’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আসিফ নজরুলের সাথে স্ত্রী শীলা আহমেদের একটি ছবি যুক্ত করা হয়। এই ছবিটির ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তুর সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়। ছবিটিতে শুধুমাত্র মেহজাবীনের স্থলে শীলা আহমেদকে দেখা যায়।
Image Comparison by Rumor Scanner
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে এই ছবিতে শীলা আহমেদের মুখমণ্ডলের জায়গায় মেহজাবীন চৌধুরীর মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, আসিফ নজরুলের সাথে মেহজাবীম চৌধুরী দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Dr. Asif Nazrul Facebook: Post
- Rumor Scanner’s Own Analysis