সম্প্রতি, ‘জুলাই যোদ্ধা আরোহী মিম’ শীর্ষক ক্যাপশনে তরুণ অভিনেত্রী আরোহী মিমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেতা আরোহী মিমের নামে প্রচারিত ছবিটি আসল নয় বরং, তার ভিন্ন একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আরোহী মিমের ফেসবুক পেজ থেকে গত ০১ মার্চ প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ১১ টি ছবির মধ্যে থাকা একটি ছবিতে আরোহী মিমের অঙ্গভঙ্গি, ব্যাকগ্রাউন্ড এবং পোজের সাথে আলোচিত ছবিটির হুবহু মিল রয়েছে।

অর্থাৎ, উক্ত ছবিটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এছাড়া, আরোহী মিমের ফেসবুক অ্যাকাউন্ট, পেজ এবং ইনস্টাগ্রামে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, আরোহী মিমের ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Arohi Mim- Facebook Post
- Arohi Mim- Facebook Account, Page
- Arohi Mim- Instagram Account