সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “রণক্ষেত্র সেনা সদরদপ্তর | শোনা যাচ্ছে আওয়ামী পন্থী সেনা জওয়ানরা বিদ্রোহ করেছে, মুহুর্মুহু গুলির শব্দে আকাশ ভারি হয়ে গেছে”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত ভিডিওগুলো সম্মিলিতভাবে প্রায় ৫০ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সেনা সদরের নয় এবং সাম্প্রতিক সময়েরও নয় বরং, এটি গত বছরের ০৪ আগস্ট ঢাকার মিরপুরে সেনাবাহিনীর অবস্থানের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চ করে মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলে “রাজধানীর মিরপুরের রাতের চিত্র | Student Protest” শীর্ষক শিরোনামে গত ০৪ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়।

উল্লেখ্য যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি যমুনা টিভিতে প্রদর্শিত দৃশ্যের মিররড বা প্রতিবিম্ব সংস্করণ হিসেবে দেখা যায়। এছাড়াও, যমুনার টিভিতে প্রচারিত উক্ত ঘটনার ভিডিওটি গতবছরের ০৪ আগস্টে বিভিন্ন ফেসবুক অ্যকাউন্ট থেকেও প্রচার হতে দেখা যায়।
অনুসন্ধানের শুরুতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সেনাবাহিনীতে কোনো গ্রুপের বিদ্রোহ ঘোষণা করার কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, গত বছরের ০৪ আগস্ট মিরপুরে সেনাবাহিনীর অবস্থানের দৃশ্যকে সম্প্রতি সেনা সদরে কথিত আওয়ামী পন্থী সেনাদের বিদ্রোহের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna TV – রাজধানীর মিরপুরের রাতের চিত্র | Student Protest | Jamuna TV
- Rumor Scanner’s analysis