Fact Check: চাইনিজ প্রশাসন কর্তৃক মুসলিম নির্যাতন দাবীতে ভিন্ন ঘটনার ছবি প্রচার

সম্প্রতি “চাইনিজ প্রশাসনের কাছে বন্দি মুসলিম ভাইটি কয়েক সপ্তাহ যাবত এভাবেই চেয়ারে বসে আছে, তাকে আটকে রাখার কারণ ইসলাম থেকে দূরে রাখা” শীর্ষক শিরোনামের একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির সাহায্যে রিউমর স্ক্যানার টিম নিশ্চিত হয়েছে ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এবং উক্ত শিরোনামের সাথে মূল ঘটনার কোন মিল নেই।

২০১৯ সালের ০৪ ডিসেম্বর Himalaya Global নামক একটি ইউটিউব চ্যানেল কর্তৃক প্রকাশিত এবং অনুবাদকৃত উক্ত ঘটনার ভিডিও হতে জানা যায় আটককৃত ব্যক্তিটি একটি WeChat গ্রুপে স্থানীয় ট্র‍্যাফিক পুলিশকে নিয়ে সমালোচনা করে মন্তব্য করায় চায়নিজ পুলিশ তাকে এভাবে জিজ্ঞাসাবাদ করে এবং ব্যক্তিটি জানায় সে মদ্যপান করে এমন মন্তব্য করেছিলো।

এছাড়া একই বছরের ২৯ নভেম্বরে প্রকাশিত Zhu Shengwu নামক টুইটার একাউন্টেও ভিডিওটির অস্তিত্ব পাওয়া গিয়েছে:

পুরোনো এই ভিডিও থেকে নেয়া ছবিটিই ভুয়া শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অর্থাৎ, চাইনিজ প্রশাসন এই মুসলিম ভাইটিকে এভাবে বন্দি করে রেখেছে শীর্ষক শিরোনামে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইসলাম থেকে দূরে রাখতে চাইনিজ প্রশাসন এই মুসলিম ভাইটিকে এভাবে বন্দি করে রেখেছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img