সম্প্রতি, ‘আমি ২৫ তারিখে বাংলাদেশে আসতেছি-লাইভে এসে সবাইকে কড়া হুশিয়ারি বার্তা দিলেন শেখ হাসিনা’’ শীর্ষক শিরোনামে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে এসে দেশে ফেরার ঘোষণা দেননি বরং, গত ১৭ জুলাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের একটি অংশ কাট করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওটিতে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার কোনো ঘোষণা দিতে দেখা যায়নি।
আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ১৭ জুলাই ‘জাতির উদ্দেশ্যে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটির ৪ মিনিট ৫২ সেকেন্ড অংশ থেকে ৬ মিনিট ৪৮ সেকেন্ড অংশের সাথে আলোচিত ভিডিওর শেখ হাসিনার পোশাক ও অডিও অংশের হুবহু মিল পাওয়া যায়।
জানা যায়, গত ১৭ জুলাই প্রধানমন্ত্রী থাকার সময় জাতির উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার ভাষণের ভিডিও এটি।
এছাড়াও, মূলধারার একাধিক গণমাধ্যমে (১, ২) শেখ হাসিনার ওইদিনের (১৭ জুলাই) ভাষণটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, শেখ হাসিনার ভাষণের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে শেখ হাসিনার লাইভে এসে দেশে ফেরার দাবির কোনো সম্পর্ক নেই।
পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে গত ০৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগের পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার সরাসরি কোনো ভাষণের ভিডিও খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, গত ১৭ জুলাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার ভাষণের একটি ভিডিওকে সম্প্রতি লাইভে এসে তার ২৫ নভেম্বর দেশে ফেরার ঘোষণার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna TV: জাতির উদ্দেশ্যে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- Rumor Scanner’s Own Analysis