আর্জেন্টিনায় প্রকাশ্যে আল্লাহর নাম নেয়া যায় না শীর্ষক একটি তথ্য বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে প্রচারিত হয়ে আসছে। এমনকি ফেসবুকে প্রচারিত এই তথ্যের ভিত্তিতে কতিপয় ধর্মীয় বক্তা ওয়াজও করেছেন। সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বকাপ ঘিরে পুনরায় তথ্যটির প্রচার লক্ষ্য করা যাচ্ছে।

আর্জেন্টিনায় আল্লাহর নাম নেয়া নিষিদ্ধ শীর্ষক দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। একই দাবিতে প্রচারিত কিছু ইউটিউব ভিডিও দেখুন এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্জেন্টিনায় প্রকাশ্যে আল্লাহর নাম নেয়া নিষিদ্ধ শীর্ষক দাবিটি সঠিক নয় বরং আর্জেন্টিনায় এ ধরণের কোনো নিষেধাজ্ঞা নেই।
আর্জেন্টিনায় আল্লাহর নাম উচ্চারণের প্রমাণ
রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে, আর্জেন্টিনার বেশকিছু ভিডিও খুঁজে পেয়েছে যেখানে দেখা গেছে সেখানে স্বাভাবিকভাবেই আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে, আযান হচ্ছে, মসজিদে মুসলিমরা নামাজ আদায় করছে। নিচে আর্জেন্টিনা নিয়ে প্রচারিত আল্লাহর নাম নেয়া যায়না শীর্ষক দাবিটি মিথ্যা তার প্রমাণে হিসেবে বেশকিছু ভিডিও তুলে ধরা হলো।
১. অনুসন্ধানে Islamic Center of the Republic of Argentina (Centro Islámico de la República Argentina) এর টিভি প্রোগ্রাম Elcalmo এর ওয়েবসাইটে প্রকাশ্যে আজান বা আল্লাহর নাম উচ্চারণ করতে দেখা যায়। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের Mesquita al Ahmad মসজিদের আজানের ভিডিওটি দেখুন– এখানে।

Centro Islámico de la República Argentina- CIRA এর ফেসবুক পেজে অনুসন্ধানেও সেখানকার একটি মসজিদে নিয়মিত মাইক্রোফোনে ইকামত এবং খুতবা প্রদানের ভিডিও পাওয়া যায়। যা প্রমাণ করে সেখানে আল্লাহর নাম নেয়ায় নিষেধাজ্ঞা নেই। ইকামতের আজান এবং খুতবা পাঠের লাইভ একটি ভিডিও দেখুন– এখানে। তাদের পেজের অপর একটি লাইভে ঈদুল ফিতর উপলক্ষে মাইক্রোফোনে জিকির-দোয়া-দরুদ-কালিমা পাঠের ভিডিও দেখুন– এখানে।

২. ভারতীয় ইউটিউবার Azhar Sassy এর “Ramadan Eid in Argentina, Buiens Aiers” শিরোনামে ২০১৯ সালে প্রকাশিত একটি ভ্লগ ভিডিওতে উৎসবমুখর আনন্দঘন পরিবেশে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ঈদ উদযাপন করতে এবং মাইক্রোফোনে তাকবিরে তাশরীক পাঠ শোনা যায়৷ ভিডিওতে তাকবিরে তাশরীক বা আল্লাহর নাম উচ্চারণ দেখুন– এখানে।

৩. ২০১৮ সালে একটি ইউটিউব চ্যানেলে Islam Argentina শিরোনামে বুয়েন্স আয়ার্সের Mezquita De Palermo মসজিদে মাইক্রোফোনে মাগরিবের আজানের (পক্ষান্তরে আল্লাহর নাম উচ্চারণের) ভিডিও দেখুন– এখানে।

৪. আর্জেন্টিনার আরব মুসলিমদের এসোসিয়েশন Asociación Árabe Argentina Islámica এর ফেসবুক পেজে গত ১৮ অক্টোবর প্রকাশিত মাইক্রোফোনে কোরআন তিলাওয়াতের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের Elpidio Gonzalez Headquarters এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের ভিডিও দেখুন– এখানে।

উক্ত পেজে প্রকাশ করা শিশুদের নিয়ে নামাজ ও আজানের অন্য আরেকটি ভিডিও দেখুন– এখানে।

৫. Abdel Ali Nazah নামের এক ইউটিউব চ্যানেলে Ramadan En Argentina 2021 শিরোনামে একটি ভিডিওতে এক ব্যক্তিকে প্রকাশ্যে আল্লাহর নাম উচ্চারণ করতে দেখা যায়। ভিডিওটি দেখুন এখানে।

রিউমর স্ক্যানার টিম উপরোক্ত ভিডিওগুলো ছাড়াও আরো বেশকিছু ভিডিও দেখার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে আর্জেন্টিনার মুসলিমদের ওপর আল্লাহর নাম উচ্চারণে কোনরুপ নিষেধাজ্ঞা নেই এবং সেখানকার মসজিদগুলোতে স্বাভাবিকভাবেই আজান হচ্ছে এবং মুসলিমরা নিজেদের ধর্ম পালন করছে।
সুতরাং, আর্জেন্টিনায় প্রকসশ্যে আল্লাহর নাম নেয়া যায় না শীর্ষক দাবিটি সম্পূর্ণ গুজব।
তথ্যসূত্র
- Video proof of Pronunciation of Allah’s Name in Argentina