সম্প্রতি, চলমান ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাত ইস্যুতে ‘আল আকসা মসজিদ দখলে নিয়েছে ফিলিস্তিনিরা’ শীর্ষক শিরোনামে আল -আকসা প্রাঙ্গণে সোনালী গম্বুজবিশিষ্ট ‘ডোম অফ দ্য রক’ এর একটি ভিডিও প্রচার করা হচ্ছে, যেখানে সমবেত জনতাকে লাব্বাইক আল আকসা লাব্বাইক ধ্বনি উচ্চারণ করতে শোনা যাচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
একই দাবিতে ইউটিউবের কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আল আকসা মসজিদ দখলে নিয়েছে ফিলিস্তিনিরা শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং গত এপ্রিলে লাইলাতুল কদরের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভিন্ন দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটির ফ্রেমের উপরের দিকে fwaz tobasy নামক দুইটি ইংরেজি শব্দ দেখা যাচ্ছে।
এই তথ্যের সূত্র ধরে ফেসবুকে একই নামে একটি অ্যাকাউন্ট (আর্কাইভ) খুঁজে পেয়েছে রিউমর স্ক্যানার টিম।
ফাওয়াজ তোবাসির এই অ্যাকাউন্টেই গত ১৮ এপ্রিল ভোর ৩ টা ১৬ মিনিটে প্রকাশিত আলোচিত ভিডিওটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
কিন্তু এই ভিডিওতে লাব্বাইক আল আকসা লাব্বাইক ধ্বনি উচ্চারণ শোনা যায়নি।
অর্থাৎ, উক্ত ধ্বনি সম্বলিত অডিও যুক্ত করে সাম্প্রতিক দাবিটি ছড়িয়ে পড়েছে।
একইদিন ভোর ৩ টা ২৪ মিনিটে আল আকসা প্রাঙ্গণের রাতের দৃশ্যের একটি ভিডিও-ও (আর্কাইভ) আপলোড করেন তিনি।
পরবর্তীতে একই দিনের আরো কিছু ছবি এবং ভিডিও (আর্কাইভ) প্রকাশ করেন ফাওয়াজ।
অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম দেখেছে, ১৭ এপ্রিল ফিলিস্তিনে লাইলাতুল কদর পালিত হয়। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এ সংক্রান্ত একটি সংবাদেও আল আকসা প্রাঙ্গণের প্রায় একইরকম দৃশ্য দেখা যায়।
এ থেকে প্রতীয়মান হয়, ফাওয়াজ তোবাসি কর্তৃক প্রকাশিত ছবি ও ভিডিওগুলো ১৭ এপ্রিল ধারণ করা হয়েছে।
তাছাড়া, ছড়িয়ে পড়া দাবিগুলোতে বলা হচ্ছে, আল আকসা মসজিদ দখলে নিয়েছে ফিলিস্তিনিরা। কিন্তু অনুসন্ধানে আমরা দেখেছি, আল-আকসার বিস্তীর্ণ প্রাঙ্গণ ইসরায়েল ১৯৬৭ সালে জেরুজালেম ও পশ্চিমতীর দখল করে নেবার আগে নিয়ন্ত্রণ করতো জর্ডান। এখন পূর্ব জেরুজালেম ইসরায়েল অধিকৃত হলেও আল-আকসা বা টেম্পল মাউন্ট এলাকাটি নিয়ন্ত্রণ বা পরিচালনা করে জর্ডান-ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠান। তবে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এই প্রাঙ্গণের নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে।
মূলত, সম্প্রতি চলমান ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাত ইস্যুতে আল আকসা মসজিদ দখলে নিয়েছে ফিলিস্তিনিরা শীর্ষক শিরোনামে আল -আকসা প্রাঙ্গণে সোনালী গম্বুজবিশিষ্ট ‘ডোম অফ দ্য রক’ এর একটি ভিডিও প্রচার করা হচ্ছে, যেখানে সমবেত জনতাকে লাব্বাইক আল আকসা লাব্বাইক ধ্বনি উচ্চারণ করতে শোনা যাচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি প্রায় সাড়ে পাঁচ মাস পূর্বে, লাইলাতুল কদরের রাতে ধারণ করা হয়। উক্ত ভিডিওতে লাব্বাইক আল আকসা লাব্বাইক ধ্বনি সম্বলিত অডিও যুক্ত করে সাম্প্রতিক সময়ে ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে। তাছাড়া, আল আকসা মসজিদ ফিলিস্তিনিরা দখলে নিয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়। কারণ এটি জর্ডান-ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানই নিয়ন্ত্রণ করে থাকে।
প্রসঙ্গত, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার৷
সুতরাং, ফিলিস্তিনের আল আকসা প্রাঙ্গণে গত এপ্রিলে লাইলাতুল কদরের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Al Jazeera: For Palestinians, holiest Ramadan night starts at checkpoint
- fwaz tobasy: Facebook Video
- Rumor Scanner’s own investigation