সম্প্রতি, ‘সরকারের আসল চেহারা ফাঁস’ শীর্ষক একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে একজন বৃদ্ধকে বলতে শোনা যায়, ‘ইউনূস সরকারকে সরাও, দেশ বাঁচাও’। এই সরকার গরিবদের জন্য আর কোনো উন্নয়ন করছে না, কোনো সংস্কার করছে না।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন লেখা অবধি ফেসবুকে এই ভিডিওটি ২ লক্ষ বারের বেশি দেখা হয়েছে এবং ভিডিওটি ৩ হাজার ৬শত বারের বেশি শেয়ার করা হয়েছে।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এক বৃদ্ধ কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনার এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত এই ভিডিওটি বাস্তব কোনো ঘটনার এমন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।।এছাড়া, রিউমর স্ক্যানার টিমের বিশ্লেষণে লোকটির ভয়েস,
ভিডিওর ধরন, পারিপার্শ্বিক অবস্থা বাস্তব কোনো ঘটনার নয় বলেই প্রতীয়মান হয়। এ বিষয় সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওর ক্ষেত্রে পরিলক্ষিত হয়।
পাশাপশি ভিডিওটির নিচের ডান কোণে ‘Veo’ নামের একটি জলছাপ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ‘Veo’ গুগলের একটি উন্নত এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির দৈর্ঘ্যও ৮ সেকেন্ড।

পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ক্যান্টিলাক্সে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯১ শতাংশ বলে ফলাফল আসে।

সুতরাং, এক বৃদ্ধের ‘ইউনূস সরকারকে সরাও, দেশ বাঁচাও’ শীর্ষক বক্তব্য দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- AI Content Detection Tool: Cantilux
- Rumor Scanner’s Analysis