সম্প্রতি, “পুরাই মানুষের মত রোবট তৈরি করল চীন” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি আলোচিত দাবিতে প্রচারিত এই ভিডিওটি প্রায় ৫২ লক্ষবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চীনের তৈরি মানুষের আকৃতির রোবটের দৃশ্য নয়; বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি।
পরবর্তীতে, ভিডিওটি কিছু কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে “Cinelab AI” নামক ইউজার নেমের একটি ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১০ জুন ‘2025’s Most Realistic Robot Girl Revealed! – Live event #irc #shorts #robot’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

উক্ত ভিডিও প্রচারকারী চ্যানেলটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি একটি এআই কনটেন্ট ক্রিয়েশন চ্যানেল। তারা বিভিন্ন ধরণের এআই ভিডিও (1,2,3) বানিয়ে থাকেন। আলোচিত নারীর মুখাবয়ব সম্বলিত একাধিক ভিডিও (১,২,৩) রয়েছে উক্ত চ্যানেলে।

বিষয়টি আরও নিশ্চিতের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশনে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে চীনের তৈরি মানুষের আকৃতির রোবটের দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Cinelab AI – Youtube Channel
- Rumor Scanner’s analysis.
- Hive Moderation.