প্রথম ম্যাচ হেরে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়া শীর্ষক পোস্টের দাবিটি স্যাটায়ার

সম্প্রতি, ফেসবুকে প্রচারিত একটি ডিজিটাল ব্যানারে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ‘আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল’ ক্যাপশন সম্বলিত একটি পোস্ট করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

Screenshot collage: Rumor Scanner

উল্লেখ রাখা প্রয়োজন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরে গিয়েও শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কলকাতা নাইট রাইডার্সের ভেরিফাইড ফেসবুক পেজের স্ক্রিনশট সম্বলিত একটি ডিজিটাল ব্যানারে ‘আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল’ শীর্ষক যে পোস্টের দাবি করা হচ্ছে তা সঠিক নয় বরং কলকাতা নাইট রাইডার্সের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এমন কোনো পোস্ট করা হয়নি।

দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম। তাদের সাম্প্রতিক ফেসবুক এক্টিভিটি পর্যালোচনা করে ‘আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল’ শীর্ষক কোনো পোস্টের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি।

Source: Kolkata Knight Riders

তাছাড়া, এ বিষয়ে গণমাধ্যমেও কোনো খবর প্রকাশিত হয়নি। 

অর্থাৎ, কলকাতা নাইট রাইডার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আলোচিত পোস্টটি করেনি।

বিভ্রান্তির নমুনা

আলোচ্য ডিজিটাল ব্যানারটিতে কলকাতা নাইট রাইডার্স ‘আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল’ শীর্ষক দাবি করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী বিষয়টি যথাযথ যাচাই না করে ফেসবুকে প্রচার করেছেন। ফলে, অনেকে বিষয়টি সত্য ভেবে নিয়ে বিভ্রান্ত হয়েছেন।
বিভ্রান্তির নমুনা দেখুন ছবিতে – 

Source: Rumor Scanner Collage

মূলত, কলকাতা নাইট রাইডার্সের ভেরিফাইড ফেসবুক পেজের স্ক্রিনশট সম্বলিত ডিজিটাল ব্যানারে কলকাতা নাইট রাইডার্স ‘আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল’ শীর্ষক পোস্ট করেছে বলে যে দাবির প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, দলটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এমন কোনো পোস্ট করেনি। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ হারা এবং পরবর্তীতে বিশ্বকাপ জয়ের বিষয়টি উদাহরণ টেনে স্যাটায়ার হিসেবে ছড়িয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স বিষয়ক পোস্টটি। 

উল্লেখ্য, গত পহেলা এপ্রিল এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টি আইনে সে ম্যাচে ৭ রানে পরাজিত হয় তারা। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পরাজয়ের পরই উল্লিখিত পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

সুতরাং, কলকাতার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ‘আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল’ শীর্ষক পোস্ট করার যে দাবি করা হচ্ছে; সেটি স্যাটায়ার।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img