সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন দাবিতে সম্প্রতি বিমানবন্দর সদৃশ একটি স্থানে শেখ হাসিনাকে অভ্যর্ত্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে।
টিকটকে ভিডিওটি দেখা হয়েছে অন্তত ১০ হাজার বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা দেশে ফিরছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, ২০২৩ সালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করেন শেখ হাসিনা। এটি সে সময়েরই ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে Mohammod Ali Sumon নামের একটি অ্যাকাউন্টে ২০২৩ সালের ০৭ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, সেদিন শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালে প্রবেশের পর তাকে অভ্যর্থনা জানানো হয়। ভিডিওটি সে সময়ের।
জাতীয় দৈনিক প্রথম আলোর সে সময়ের এক প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন উদ্বোধন করা হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।
অর্থাৎ, ভিডিওটি প্রায় দুই বছরের পুরোনো।
তাছাড়া, শেখ হাসিনা ২০২৪ সালের ০৫ আগস্টের পর থেকে ভারতে আত্মগোপনে রয়েছেন। এরপর থেকে তার কোনো ছবি বা ভিডিও জনসম্মুখে প্রকাশিত হয়নি। এমন কোনো ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তা নিয়ে খবর প্রচার হতো। তবে এক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
সুতরাং, শেখ হাসিনা কর্তৃক ২০২৩ সালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের সময়ের ভিডিওকে সাম্প্রতিক সময়ে তার দেশে ফেরার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Mohammod Ali Sumon: Facebook Video