“লকডাউনে পুলিশের গাড়ি ভাঙচুর” শীর্ষক শিরোনামের একটি ভিডিও আজ দুপুরে ‘radiogulistan .com’ নামক একটি ফেসবুক পেজ থেকে লাইভ টেলিকাস্ট করা হয়, যা মুহুর্তের মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে বিভিন্ন পেজ ও আইডি থেকে একই ভিডিও প্রচারিত হতে থাকে।
ফ্যাক্টচেক
গাড়ি ভাঙচুরের যে ভিডিওটি ফেসবুকে প্রচারিত হচ্ছে সেটি মূলত ২০২০ সালের মে মাসে প্রথম ইন্টারনেটে আপলোড করা হয়েছিলো। ভিডিওটি দেখুন এখানে।
২০২০ সালের মে মাসের ১৩ তারিখে দক্ষিণখান কোটবাড়ি এলাকায় অবৈধ চলাচল বন্ধ করতে পুলিশ কয়েকটি ইজিবাইক আটক করায় স্থানীয় এক নারী বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে গালিগালাজ ও বাদানুবাদে লিপ্ত হন। একপর্যায়ে তার সহযোগীরা এসে পুলিশের একটি গাড়ি আক্রমণ ও ভাঙচুর করে।
মূলত, পুলিশের গাড়ি ভাঙচুরের সেই ভিডিওকেই ‘লকডাউনের প্রথম দিনেই পুলিশের গাড়ি ভাঙচুর’ দাবী করে গুজব প্রচারিত হচ্ছে।
সুতরাং, “লকডাউনে পুলিশের গাড়ি ভাঙচুর” শীর্ষক শিরোনামে ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: লকডাউনের প্রথম দিনেই পুলিশের গাড়ি ভাঙচুর
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]