২০১৮ সালের ছবিকে হরতালের ছবি দাবী করে গুজব প্রচার

“এই অবুঝ বাচ্চাটিকে মাঠে নামিয়েছে হেফাজতের নেতারা! অথচ মামুনুল হকের ৩ সন্তানের সবাই-ই নিরাপদে ঘরে রয়েছে।” শীর্ষক শিরোনামে একজন মাদ্রাসা শিক্ষার্থী ও পুলিশ সদস্যের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ সংস্করণ দেখুন এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে জানা যায় উক্ত ছবিটি ২০১৮ সালে টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ের।

একই বছর ডিসেম্বরের ১ তারিখ দেশীয় গণমাধ্যমে ছবিটি প্রকাশিত হয়েছিলো, গণমাধ্যমগুলোর প্রতিবেদন হতে জানা যায়, “তাবলিগ জামাতের দু’পক্ষের বিরোধে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ উঠে এবং সাদ অনুসারীদের ঠেকাতে বেশ কয়েকদিন আগেই ইজতেমার মাঠে বিভিন্ন কওমি মাদ্রসার শিক্ষার্থীদের আনা হয় যাদের বয়স ১০ বছরেরও কম। বাংলা ট্রিবিউন এবং আমাদের সময়ের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।

মূলত ২০১৮ সালের সংঘর্ষের সেই ছবিটি কে গতকালের হরতালের ছবি বলে দাবি করা হচ্ছে।

অর্থাৎ, “এই অবুঝ বাচ্চাটিকে মাঠে নামিয়েছে হেফাজতের নেতারা” শিরোনামে ব্যবহৃত তথ্যচিত্র টি সম্পূর্ণ গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review:এই অবুঝ বাচ্চাটিকে মাঠে নামিয়েছে হেফাজতের নেতারা!
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

 

Sent by Jahirul Islam

আরও পড়ুন

spot_img