সম্প্রতি, “সৌদি আরবে চিরতরে সিনেমা হল বন্ধের ঘোষণা” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
তথ্যটির সূত্র হিসেবে ফেসবুকে যমুনা টিভি ও প্রবাসী ডট কম নিউজের নাম ব্যবহার হলেও উক্ত দুইটি পোর্টালে এই বিষয়ে কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
মূলত, সৌদিতে করোনা সংক্রমণের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত বছরের মার্চ মাসে সৌদি সরকার দেশের সিনেমা হলগুলো সাময়িক বন্ধ ঘোষণা করেছিল। এ নিয়ে Arab News এবং Alarabiya News প্রতিবেদন প্রকাশ করেছিলো।
সেই সময়, অর্থাৎ ২০২০ সালের মার্চ মাসেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পেজ ও আইডি থেকে আরব নিউজের বরাতে সৌদিতে সিনেমা হল চিরতরে বন্ধ ঘোষণার দাবী করে ভুয়া তথ্য প্রচার করা হয়েছিল।
টিম রিউমর স্ক্যানারের অনুসন্ধানে আন্তর্জাতিক ও সৌদিভিত্তিক কোন সংবাদমাধ্যমে সৌদিতে চিরতরে সিনেমা হল বন্ধের কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে, সর্বশেষ গত ৭ মার্চ থেকে দেশটির সিনেমা হলগুলো পুনরায় চালুর সংবাদ বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়েছিলো। আরব নিউজের Cinemas, gyms and restaurants to reopen in Saudi Arabia শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি দেখুন এখানে।
উল্লেখ্য, সৌদি আরবে গত এক বছরে করোনা প্রকোপ বৃদ্ধি ও হ্রাসের কারণে বেশ কয়েক দফা সিনেমা হল সাময়িক বন্ধ ও পুনরায় চালু ঘোষণা আন্তর্জাতিক ও সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম গুলোতে এসেছে। নিচে প্রতিবেদন গুলি দেখুনঃ
সুতরাং, “সৌদি আরবে চিরতরে সিনেমা হল বন্ধের ঘোষণা” শীর্ষক শিরোনামে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: সৌদি আরবে চিরতরে সিনেমা হল বন্ধের ঘোষণা
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]