মিঠুন চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার সংবাদটি গুজব

সম্প্রতি, “করোনার আক্রান্ত মিঠুন চক্রবর্তী” শীর্ষক শিরোনামে একটি তথ্য দেশের মূলধারার কিছু সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে।

AFFIX-20210427-223830

এমন কিছু খবরের আর্কাইভ দেখুন নিচেঃ

ফ্যাক্টচেক

মিঠুন চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার সংবাদটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তার ছেলে মিমো চক্রবর্তী ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে নিশ্চিত করেন যে সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিঠুন চক্রবর্তী সম্পূর্ণ সুস্থ আছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে আরো জানানো হয় ‘ফিল্মফেয়ারের টুইটার আইডির মাধ্যমেই এই সংবাদটি ছড়িয়েছিলো এবং পরবর্তীতে ফিল্মফেয়ার পূর্বের টুইটটি ডিলিট করে সঠিক তথ্য জানিয়ে রি-টুইট করে’

উল্লেখ্য, দেশীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদগুলোতে মিঠুন চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার কোন গ্রহণযোগ্য সূত্রের উল্লেখ নেই।

অর্থাৎ, মিঠুন চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার সংবাদটি সম্পূর্ণ গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: বড় করোনায় আক্রান্ত মিঠুন চক্রবর্তী
  • Claimed By: News Portal
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img