“আজ বাসে আগুন দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা, বাসে আগুন দেওয়ায় একজনকে হাতেনাতে ধরে ফেলেছে জনতা, বেরিয়ে এসেছে গোপন রহস্য” শীর্ষক একটি তথ্য ১ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও সহকারে গতকাল রাত হতে ফেসবুকে জুড়ে ভাইরাল হচ্ছে। এমন একটি ভাইরাল ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে৷
ফ্যাক্ট চেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গিয়েছে, ২০১৯ সালে ১৯ মার্চ ঢাকায় বাস চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনার প্রতিবাদে দোষীদের বিচারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবককে হাতেনাতে ধরার দাবি করে উক্ত ভিডিওটি ওই বছরের ২০ মার্চ ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছিল। “বিশ্ব তরুণ প্রজন্ম” নামের একটি পেজে ২০ মার্চ ২০১৯ আপলোড হয়েছে।

প্রসঙ্গ, ১২ নভেম্বর রোজ বৃহস্পতিবার, দুর্বৃত্তরা রাজধানীর বিভিন্ন স্থানে মোট ৯ টি বাস আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
অর্থাৎ , বৃহস্পতিবার ঢাকায় বাসে আগুনের ঘটনার সাথে ভাইরালকৃত ভিডিওটির কোন সম্পৃক্ততা নেই। সুতরাং, ভিডিওটি বিভ্রান্তিকর এবং গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ১২ নভেম্বরে বাসে আগুন দেওয়ার সময় ছাত্রলীগ কর্মী হাতে নাতে আটক
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]