যা ভাইরাল হচ্ছে
আসল তথ্য
সম্প্রতি, ফেসবুক এবং ইউটিউবে ” বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ কবর থেকে উঠানো হয়েছে ” এই হেডলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গ্রামবাসী অনেকেই একসাথে জড়ো হয়ে কবর থেকে একটি লাশ উঠাচ্ছে এবং নতুন করে পলিথিনে পেঁচিয়ে নতুন করে লাশটি দাফন করছে। ভিডিওটি মাজেদের লাশ উত্তোলনের বলে দাবি করা হলেও এটি সম্পূর্ণ অসত্য এবং গুজব। মূলত, এই ভিডিওটি কিছু বছর আগের এবং ২০১৯ সালেও ভিডিও বিভিন্ন ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিলো। অর্থাৎ হেডলাইনে উল্লেখিত বিষয়টি সম্পূর্ণ গুজব।