নুরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গণভবন ঘেরাও এর দাবীটি গুজব

“নুরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাতেই গণভবন ঘেরাও করলো নুর বাহিনী। ২৪ ঘন্টার আল্টিমেটাম অচল ঢাকা।” এরকম শিরোনামের একটি ভিডিও ফেসবুক এবং ইউটিউবের বিভিন্ন পেজ/চ্যানেল হতে লাইভ ব্রডকাস্ট এবং ভিডিও আপলোডের মাধ্যমে ভাইরাল করা হচ্ছে। এমন একটি পোস্ট দেখুন এখানে৷

এমপি হারুনুর রশিদ সমর্থক নামে একটি ফেসবুক পেজ থেকে ডাউনলোডেড ভিডিও লাইভ করা হয়েছে এই শিরোনামে, “নুরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাতেই গণভবন ঘেরাও করলো নুর বাহিনী । ২৪ ঘন্টার আল্টিমেটাম অচল ঢাকা ।” পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে৷

Bangla Talk Show নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে এই শিরোনামে, “নুরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাতেই গণভবন ঘেরাও করলো নুর বাহিনী । ২৪ ঘন্টার আল্টিমেটাম অচল ঢাকা ।” ভিডিওর আর্কাইভ লিংক দেখুন এখানে৷ 

ফ্যাক্টচেক

আমরা ফেসবুকে অনুসন্ধান করে দেখতে পাই, গত ১৩ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিটে ঢাকার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা পেশার ও বয়সের নারীদের উদ্যোগে ধর্ষণমুক্ত বাংলাদেশের লক্ষ্যে নারীদের শেকল ভাঙ্গার পথযাত্রা শিরোনামে শাহবাগ থেকে মানিক মিয়া পর্যন্ত একটি কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিকে নিয়ে প্রতিবেদন মূল ধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনে প্রকাশ পেয়েছে দেখুন এখানে৷ 

মূলত সেই কর্মসূচির ভিডিওর একটি অংশ কেটে কিছু ফেসবুক পেইজ হতে “নুরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাত্রেই গণভবন ঘেরাও করলো নুর বাহিনী” শিরোনামে গুজব ছড়ানো হচ্ছে। মূল লাইভ ভিডিওর সম্পূর্ণ দেখুন এখানে৷ অর্থাৎ, “মামলার প্রতিবাদে রাত্রেই গণভবন ঘেরাও করলো নুর বাহিনী”- এই তথ্যটি সম্পূর্ণ গুজব ও বানোয়াট।

[su_box title=”True or False?” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: নুরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাতেই গণভবন ঘেরাও করলো নুর বাহিনী
  • Claimed By: Facebook Post, YouTube
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img