সেনাবাহিনী বৃদ্ধ একজন রিক্সাচালককে মেরে কোমড় ভেংগে দিয়েছে !
ভিডিওটি সম্পূর্ণ গুজব !
সেনাবাহিনী একজন বৃদ্ধ রিক্সাচালককে মেরে কোমড় ভেংগে দিয়েছে এই মর্মে একটি ভিডিও দুই দিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরে, ৪৫ সেকেন্ডের এই ভিডিও ধারণকারী বারবার বৃদ্ধ ব্যক্তিটিকে জিজ্ঞেস করেছিলো সেনাবাহিনী মেরেছে কিনা তবে বৃদ্ধ ব্যক্তিটি তখন ব্যথার কারনে কোনো উত্তর দিতে পারেনি ।
উল্লেখযোগ্য বিষয় এটি যে, ভিডিওটি We Are Bangladesh – WAB নামক একটি ফেসবুক গ্রুপের বদৌলতে ফেসবুকে ছড়িয়ে পরে এবং গ্রুপের এডমিনগন বৃদ্ধ ব্যক্তিটির দায়িত্ব নিতে চান ।
গতকাল বিকেলে WAB গ্রুপের একজন সদস্য বৃদ্ধ ব্যক্তিটির সাথে দেখা করেন এবং তার ভিডিও স্টেটমেন্ট গ্রহন করেন যেখানে বৃদ্ধ ব্যক্তিটি স্পষ্টভাবে স্বীকার করেছেন ” সেনাবাহিনী তাকে মারেনি শুধুমাত্র রিক্সা থামিয়েছিলো , সে দৌড়ে পালাতে গিয়ে পরে যায় এবং কোমরে ব্যথা পায় ! ”
ভিডিওটি WAB গ্রুপের এডমিন তাদের ফেসবুক গ্রুপে গতকাল সন্ধ্যায় পোস্ট করলেও কিছুক্ষন পর ভিডিওটি ডিলিট করে দেন । তবে সেই এডমিনের ফেসবুক আইডির টাইমলাইনের ট্যাগ পোষ্টের এডিট হিস্টোরি থেকে দেখা যায় ” সেনাবাহিনী বৃদ্ধটিকে মারেনি এবং সে পরে গিয়ে ব্যথা পেয়েছিলো এমনটি উল্লেখ রয়েছে ” ।
পরিশেষে WAB গ্রুপ বৃদ্ধ ব্যক্তিটির ১ মাসের সকল ওষুধ ও ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন ।
অর্থাৎ বৃদ্ধটির ভিডিও স্টেটমেন্ট থেকে এটা সম্পূর্ন পরিষ্কার যে সেনাবাহিনীর কেউ তাকে মারেনি এবং সে ভয় পেয়ে দৌড়াতে গিয়েই ব্যথা পেয়েছেন ।
প্রথম ভাইরাল হওয়া ভিডিও লিংক : https://www.facebook.com/groups/waball/permalink/1012958932434827/
বৃদ্ধকে খুজে পাওয়া গেছে জানিয়ে পোষ্ট লিংক : https://m.facebook.com/groups/162803430783719?view=permalink&id=1013448105719243
ওয়াব এডমিনের টাইমলাইনে ট্যাগকৃত পোষ্টের লিংক : https://m.facebook.com/story.php?story_fbid=1458396187673112&id=100005082331563