সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে রাতের বেলায় নারিকেল গাছে এক ব্যক্তি টর্চ মেরে ভিডিও করছেন পাতায় যে আল্লাহু লেখা। কিন্তু সত্যিকার অর্থকে এখানে আল্লাহু লেখা নেই, এটি এক প্রকার ছত্রাকের ফলে এমন হয়েছে। এবং এই ভিডিওর আদলেই আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আল্লাহু লেখা দেখা যাচ্ছে সেটি মূলত ২০১৯ সালের ২৮ নভেম্বর ভাইরাল হয়েছিল।
এবার আসুন বিস্তারিত জানি।
গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে দেখা যাচ্ছিলো ভিডিও ধারণকারী ব্যক্তি মাটি থেকে উপরে আলোকপাত করে গাছের পাতা দেখাচ্ছিলেন।
এই ভিডিওর আদোলে আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে স্পষ্ট আল্লাহু দেখা যাচ্ছিলো।
কিন্তু গতকাল ভাইরাল হওয়া ভিডিওটির গাছের কাছে বা পাতা নিচে নামিয়ে কেউ ভিডিও চিত্র ধারণ করেনি বরং ২৮ নভেম্বর ২০১৯ সালে ভাইরাল হওয়া নারিকেল গাছের পাতায় আল্লাহু লেখা ভিডিওটি বলে গুজব ছড়ানো হচ্ছে।
সেই ২০১৯ সালে ভাইরাল হওয়া ভিডিও
সরাসরি গাছের পাতায় আল্লাহ লেখা দেখুন ||
Posted by Gajal Singer Alamin Gazi on Wednesday, November 27, 2019
নারিকেল গাছের পাতায় এসব কি তাহলে?
নারিকেল গাছ যখন অপুষ্টি বা পানি বিষাক্ততায় ভুগে তখন পাতায় এরকম ছাত্রাক দেখা দেয়।
এরকম ছত্রাক আক্রান্ত আরো কিছু নারিকেল গাছের ছবি দেওয়া হলো