ইয়েমেনের শিশু নির্যাতনের ঘটনাকে বাংলাদেশের দাবী করে গুজব প্রচার

”জাতি কি দেখবে এগুলো? এই ছেলেটা কিন্তু কোনো মাদ্রাসায় হিফজ খানায় পরেনা বা মাদ্রাসায় পরেনা। সে স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র। তার অপরাধ সে কেন ১০ মিনিট দেরি করে স্কুলে আসলো। আর অমনেই বেধরক মাইর” উপরোক্ত শিরোনাম সম্বলিত একটি তথ্য ও একজন অর্ধনগ্ন শিশুর ছবি ‘হাটহাজারি মাদ্রাসা’ নামের একটি ফেসবুক পেইজ থেকে প্রকাশিত হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

আর্কাইভ সংস্করণ দেখুন এখানে

ফ্যাক্ট চেক

গুগল রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে জানা যায়, ভাইরাল ছবির বাচ্চাটির নাম Shamakh Rashid Al-Qahaili এবং সে ইয়েমেনের বাসিন্দা। বাচ্চাটির বাবা তার নিজ সন্তানকে মানুষ করার জন্য এইভাবে পিটিয়েছিলো এবং পরবর্তীতে ইয়েমেনের পুলিশ গ্রেফতার করেছিলো তাকে। ২০২০ সালের অক্টোবর মাসের ৪ তারিখে ইয়েমেনের সংবাদপত্রগুলাতে এই খবর ছবিসহ প্রকাশিত হয়।

ইয়েমেনের পত্রিকায় প্রকাশিত নিউজ দেখুন এখানে, এখানে এবং এখানে

উল্লেখ্যঃ গত ২৭শে ফেব্রুয়ারি একই ছবি Imazighen d’origine إمازيغن دوريجين নামের একটি পেজ থেকে আপলোড করে দাবী করা হয় বাচ্চাটার সৎ মা তাকে এভাবে পিটিয়েছে।

আর্কাইভ সংস্করণ দেখুন এখানে

প্রসঙ্গত, সম্প্রতি হাটহাজারি মাদ্রাসা ছাত্র নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে উক্ত ছবিকে বাংলাদেশের স্কুলের শিশু নির্যাতনের ছবি বলে দাবি করা হচ্ছে।

সুতরাং ”১০ মিনিট দেরি করে স্কুলে আসলো। আর অমনেই বেধরক মাইর” শীর্ষক শিরোনামে ভাইরাল ছবি এবং তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ১০ মিনিট দেরি করে স্কুলে আসলো। আর অমনেই বেধরক মাইর!
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

Article Written by Guest Author:

Jahirul Islam

আরও পড়ুন

spot_img