বুধবার, জুলাই 23, 2025
Home Blog Page 826

বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ কবর থেকে উঠানো নিয়ে গুজব

0

যা ভাইরাল হচ্ছে

আসল তথ্য

সম্প্রতি, ফেসবুক এবং ইউটিউবে ” বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ কবর থেকে উঠানো হয়েছে ” এই হেডলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গ্রামবাসী অনেকেই একসাথে জড়ো হয়ে কবর থেকে একটি লাশ উঠাচ্ছে এবং নতুন করে পলিথিনে পেঁচিয়ে নতুন করে লাশটি দাফন করছে। ভিডিওটি মাজেদের লাশ উত্তোলনের বলে দাবি করা হলেও এটি সম্পূর্ণ অসত্য এবং গুজব। মূলত, এই ভিডিওটি কিছু বছর আগের এবং ২০১৯ সালেও ভিডিও বিভিন্ন ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিলো। অর্থাৎ হেডলাইনে উল্লেখিত বিষয়টি সম্পূর্ণ গুজব। 

বিনামূল্যে শাকসবজি বিতরণ নিয়ে গুজব

0

যা ভাইরাল হয়েছে

গুজব ১ এবং গুজব ২ 

সঠিক তথ্য 

“বিনামূল্যে শাকসবজি পৌঁছে দিচ্ছে যুবদল” এই মর্মে পাশের ছবিটি ব্যবহার করে ফেসবুকের কিছু গ্রুপে গতকাল ভাইরাল হয় বিষয়টি। তবে, ভাইরাল হওয়া পোস্টে উল্লেখিত দাবীটি সম্পূর্ণ অসত্য।

মূল বিষয় হলো , ভাইরাল হওয়া ছবিটির ব্যক্তিটি ময়মনসিংহ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেল আহমেদ অনি।

তিনি নিজ উদ্যোগে গত ১২ এপ্রিল থেকে এই শাকসবজি বিতরণ শুরু করেন। অর্থাৎ, যে ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে যুবদলের বলে দাবী করা হয়েছে সেটি সম্পূর্ণ অসত্য এবং গুজব। 

এই বিতরণ নিয়ে বাংলা ট্রিবিউন প্রকাশিত সংবাদ দেখতে এখানে ক্লিক করুন 

 

পাকিস্তানি ডাক্তারের বাংলাদেশে চিকিৎসা দেয়ার বিষয়টি গুজব

0

গুজব

আসল তথ্য 

Faizan Ghaznavi নামে এক পাকিস্তানি ডাক্তার বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ২৪ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছেন, এই মর্মে ফেসবুকে ভাইরাল হয় বিষয়টি। তবে মূল ঘটনা হলো, ভাইরাল হওয়া ছবিটির ব্যক্তি কোনো চিকিৎসক না বরং তিনি একজন মডেল, পাশাপাশি চিকিৎসা দেয়া কালীন মাস্ক পরিহিত যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেগুলো ফটোশপের মাধ্যমে তৈরি করা।

 

তার অপারেশন থিয়েটারের ভাইরাল হওয়া ছবিটির মূল উৎস হলো FramePool ( ফ্রি ইমেজ ওয়েবসাইট ) অর্থাৎ এখান থেকেই ছবিটি ডাউনলোড করে তিনি ফটোশপের মাধ্যমে সেই মডেলের ছবিটি ওখানে বসিয়েছেন।

মূলত, Faizan Ghaznavi ওরফে Adil Ahnaf কোনো পাকিস্তানি চিকিৎসক না, ফেক আইডিটি যিনি পরিচালনা করছেন তিনি বাংলাদেশের ই নাগরিক। 

 

FramePool Image Link – Click here 

 

কসমিক রশ্মি নিয়ে নতুন গুজব

0

গুজবঃ

আজ রাত 12:30 থেকে 03:30 এ পর্যন্ত ফোন, সেলুলার, ট্যাবলেট, এবং আপনার শরীর থেকে দূরে সরিয়ে রাখতে su.re করুন। সিঙ্গাপুর টেলিভিশন এই খবর ঘোষণা করেছে। আপনার পরিবার এবং বন্ধুদের বলুন। আজ রাত্রি 12:30 থেকে 03:30 এ, আমাদের গ্রহটি পৃথিবীর নিকটবর্তী হয়ে কসমিক রশ্মি থেকে খুব উচ্চ বিকিরণের সংস্পর্শে আসবে। সুতরাং দয়া করে আপনার সেলফোনগুলি বন্ধ করুন। আপনার ডিভাইসটি আপনার দেহের নিকটে ছেড়ে রাখবেন না, এটি আপনাকে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। গুগল এবং নাসার বিবিসি নিউজ পরীক্ষা করুন। আপনার কাছে গুরুত্বপূর্ণ সমস্ত ব্যক্তিকে এই বার্তাটি প্রেরণ করুন।

 

আসল ফ্যাক্টঃ

মূলত এই গুজবের উৎপত্তি হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালেও একবার গুজবটি অনেক ভাইরাল হয় এবং সিঙ্গাপুর টেলিভিশনে কসমিক রশ্মি নিয়ে কোন প্রতিবেদন আদৌ হয়নি। গুগল, নাসা এবং বিবিসি নিউজেও এই সম্পর্কে কোন প্রতিবেদন করা হয় নি।

 

কসমিক রশ্মি কি?

 

Cosmic Ray এর বাংলা হলো মহাজাগতিক রশ্মি।

মহাজাগতিক রশ্মি হলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার স্রোত। বহির্বিশ্ব থেকে ওই সব কণা এসে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে। কণার ওই বারিবর্ষণ এক অবিশ্রান্ত প্রক্রিয়া। মহাজাগতিক রশ্মিতে থাকে শতকরা ৮৯ ভাগ প্রোটন, ৯ ভাগ বিকিরণ এবং ২ ভাগ থাকে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও লোহার ভারি নিউক্লিয়াস। এগুলোই হলো প্রাইমারি মহাজাগতিক রশ্মি। প্রায় আলোর বেগেই ওরা ছুটে চলে।

প্রাইমারি মহাজাগতিক রশ্মির ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণার যখন বায়ুমেন্ডলের বিভিন্ন পদার্থের নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষ হয় তখন নতুন কণার সৃষ্টি হয়। নতুন কণাদের তখন বলা হয় সেকেন্ডারি মহাজাগতিক রশ্মি। সেকেন্ডারি মহাজাগতিক রশ্মির কণারাও প্রচন্ড বেগে ছুটে চলে। অন্যান্য পরমাণুর সঙ্গে ওদের আবার সংঘর্ষ হয় এবং আবার নতুন পদার্থ কণা ওরা সৃষ্টি করে। চলার পথে বহুবার সংঘর্ষ হওয়ায় শেষ পর্যন্ত পৃথিবী পৃষ্ঠে সেকেন্ডারি মহাজাগতিক রশ্মির খুব কম সংখ্যক কণারাই এসে পৌঁছতে পারে। সেকেন্ডারি মহাজাগতিক রশ্মিতে থাকে প্রধানত পজিট্রন, নিউট্রন, মেসন, নিউট্রিনো প্রভৃতি। এ সব কণাদের বলা হয় প্রাথমিক বা মৌলিক কণা।

এখন প্রশ্ন হলো মহাশূন্যে ওই মহাজাগতিক রশ্মির উৎস কোথায়? এটাই বিশ্বাস করা হয় যে অধিকাংশ মহাজাগতিক রশ্মির সৃষ্টি আমাদের মিল্কিওয়ে ছায়াপথের বাইরে মহাশূন্যে ছায়াপথের নানা তারায়। মহাজাগতিক রশ্মির উৎস সম্পর্কে আরো অনেক তথ্য সংগৃহীত হচ্ছে।

মহাজাগতিক রশ্মির সামান্য পরিমাণ বিকিরণ পৃথিবীর কোনো ক্ষতি করার জন্য যথেষ্ট নয়। কোটি কোটি বছর ধরে এই রশ্মি পৃথিবীকে আঘাত করে আসছে। কিন্তু তাতে পৃথিবীবক্ষের প্রাণীর খুব কম ক্ষতিই সাধিত হয়েছে। তাই বিশ্বাস করা হয় যে, মহাজাগতিক রশ্মি ক্ষতিকারক নয় (পৃথিবী পৃষ্ঠে)। তবে মহাশূন্যচারীদের ওপর এর ক্ষতিকর প্রভাব থাকার সম্ভাবনা আছে। কারণ পৃথিবী পৃষ্ঠের চেয়ে শূন্যে মহাজাগতিক রশ্মির তীব্রতা অনেক অনেক বেশি।

IEDCR হটলাইনে কল দিয়ে মহিলা ডাক্তারকে বিরক্ত করে গ্রেফতারের ঘটনাটি সম্পূর্ণ গুজব

0

যা ভাইরাল হচ্ছে

গত ৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোষ্ট ভাইরাল হয় যেখানে উল্লেখ করা হয়েছে ” রোগী না হয়েও আইইডিসিয়ারের হটলাইনে নাম্বারে কল দিয়ে মহিলা ডাক্তারকে বিরক্ত করায় অপরাধে তাহসান নামক এক যুবককে কল ট্রাকিং এর মাধ্যমে হাতিরঝিল থেকে গ্রেফতার করেছে র‍্যাব ” ।

যে আদলে ভাইরাল হচ্ছে এবং আমাদের অনুসন্ধানের প্রথম পার্ট

সোর্স – Md Shahriyar Ahmed ( Inspector – RAB ) এই নাম ব্যবহার করে পোষ্টটি কিছুক্ষণের মধ্যেই কপি হয়ে প্রায় সকল গ্রুপ পেজে ছড়িয়ে যায়।

ভাইরাল হওয়া ছবিটি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমরা জানতে পারি, ছবিটি ” ০৭ অক্টোবর ২০১৯ সালের র‍্যাব – ১৩ এর মাদক অভিযানে গ্রেফতারকৃত এক ব্যক্তির ” !

অনুসন্ধানে গুজব প্রমাণিত হওয়া

সুতরাং এটি সম্পূর্ণ গুজব, পাশাপাশি সোর্সে ব্যবহৃত ব্যক্তির পরিচয় নিয়ে অনুসন্ধান করি আমরা এবং দেখতে পাই ” Md Shahriyar Ahmed ” একটি ভূয়া আইডি, তিনি কোনো র‍্যাব কর্মকর্তা নন এবং তিনি ট্রাফিক এল্যার্ট বিডি নামে একটি ফেসবুক গ্রুপে প্রতিনিয়ত এধরনের গুজব খবর পোষ্ট করে থাকেন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো Md Shahriyar Ahmed এর আইডির পূর্বের নাম ছিলো ” Azam Khan ” এবং এই নামেই তিনি সকল গুজব ছড়াতেন । কিছুদিন আগেই তিনি আইডির নাম পরিবর্তন করে সকল ছবি পরিবর্তন করে প্রফাইল লক করে দিয়েছেন ।

অর্থাৎ, মহিলা ডাক্তারকে বিরক্ত করে যুবকের গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণ গুজব ।

 

করোনা ভাইরাস তৈরি করায় মার্কিন বিজ্ঞানী গ্রেফতারের বিষয়টি গুজব

0

যা ভাইরাল হচ্ছে 

 

কিন্তু আসল তথ্য 

View Official FBI Statement Click Here

করোনা ভাইরাস তৈরিতে চীনের সাথে কাজ করায় মার্কিন বিজ্ঞানী গ্রেফতার ! 

এই খবরটি সম্পূর্ণ গুজব !

সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল মার্কিন গোয়েন্দা সংস্থা ( FBI ) এর একজন এটর্নির বক্তব্য ভাইরাল হয় যেখানে মার্কিন রসায়নবিদ এবং ন্যানোসায়েন্টিস্ট চার্লস লাইবারকে গ্রেফতারের প্রেস রিলিজ চলছিলো ।

” চার্লস লাইবারকে FBI করোনা ভাইরাস তৈরিতে চীনের সাথে মিলিতভাবে কাজ করার অপরাধে গ্রেফতার করেছে ” এমন হেডলাইনে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে । 

মূলত চীনা অর্থায়ন গোপন করার অভিযোগে চার্লস লাইবারকে গত ২৮ জানুয়ারি মার্কিন গোয়েন্দা সংস্থা ( FBI ) গ্রেফতার করেন এবং এই ভিডিওটিও সেদিন ই প্রথম প্রকাশিত হয়। 

এবং চার্লস লাইবারের বিরুদ্ধে করোনা ভাইরাস তৈরির কোনো অভিযোগ ও ছিলোনা ।

অর্থাৎ বিষয়টি সম্পূর্ণ গুজব ।

চট্টগ্রামের টাইগারপাসে পাওয়া মৃত ব্যক্তিটির করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি সঠিক নয়

0

যা ভাইরাল হয়েছেঃ 

কিন্তু আসল তথ্য

চট্টগ্রামের টাইগারপাস মোড়ে করোনা আক্রান্ত ব্যক্তির লাশ উদ্ধার !  

বিষয়টি আংশিক গুজব এবং বানোয়াট ! 

আজ সকালে চট্টগ্রামের টাইগারপাস মোড়ে একটি মৃত ব্যক্তির লাশ পাওয়া গেলে অনেকেই সেটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ” করোনা আক্রান্ত আরেকজন রোগীর লাশ পাওয়া গেছে ” এই হেডলাইনে ভাইরাল করা শুরু করে । রুমোর স্ক্যানার টিম বিষয়টির সত্যতা নিশ্চিত করতে কাজ শুরু করে এবং মৃত ব্যক্তিটির পরিচয় জানতে পারে ( মোঃ সেলিম উদ্দিন ) । মোঃ সেলিমের ভাতিজা মোঃ রায়হানের নিকট থেকে এটি নিশ্চিত হওয়া গেছে ওনার লাশ হাসপাতালে নেয়ার পর জানা যায় তিনি হৃদরোগে মারা গেছেন । টাইগারপাস মোড়ে রাস্তায় লাশ পাওয়া গেছে এটি সম্পূর্ণ সত্য হলেও তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এটি সত্য নয়। অর্থাৎ বিষয়টি আংশিক গুজব ।

এই খবর নিয়ে বাংলা নিউজের প্রকাশিত প্রতিবেদন

গুজব: হোম কোয়ারান্টাইনে থাকতে ফ্রিতে দেওয়া হচ্ছে নেটফ্লিক্স একাউন্ট

0

গুজব 

 

আসল ফ্যাক্ট 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে একটি স্ক্যাম মেসেজ ছড়ানো হয়েছে। যেখানে মেসেজটিতে বলা হয়েছে করোনা ভাইরাসের জন্য ঘরে থাকতে জনপ্রিয় অনলাইন মুভি এবং টিভি শো স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্সের প্রিমিয়াম একাউন্ট ফ্রিতে দেওয়া হচ্ছে। যা একটি স্ক্যাম এবং গুজব। নেটফ্লিক্স কর্তৃপক্ষ অফিশিয়ালি এমন কোন ঘোষণা দেয়নি। নেটফ্লিক্সের নামের সঙ্গে সাদৃশ্য একটি ওয়েবসাইট (netlix-usa.net) সকল তথ্য দিয়ে ফ্রিতে রেজিষ্ট্রেশন এর জন্য বলা হচ্ছে। মূলত এই লিংকটি একপ্রকার ফিশিং লিংক। এতে ফ্রি একাউন্টের আশায় সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে শুরু করে আপনার পিসি, মোবাইল ফোন হ্যাক বা ব্রিক হতে পারে। সুতরাং এধরণের লিংকে কখনোই প্রবেশ করবেন না। 

গুজবঃ ইতালির মানুষ রাস্তায় টাকা ফেলে দিচ্ছে

0

False News

 

Origin Story

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে রাস্তায় টাকা ছিটানোর ছবি দিয়ে বলা হচ্ছে ইতালির রাস্তায় টাকা ছড়িয়ে তারা ইতালিয়ানদের বুঝিয়েছে টাকা থাকলেই কিছু হয় না। টাকা থাকা সত্ত্বেও করোনা থেকে মুক্তি পাচ্ছে না, তাই তারা এভাবে রাস্তায় টাকা ফেলে দিচ্ছে এবং সেগুলো নেওয়ার মতও কেউ নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। এই ছবিটি মূলত ভেনিজুয়েলার মুদ্রাস্ফীতির সময়ের ছবি। যেটা আবেগী ক্যাপশন দিয়ে ইতালির বলে ছড়ানো হচ্ছে। বিস্তারিত সকল সোর্স লিংক করা হলো। 

অরজিনাল সোর্স: The Snopes