সম্প্রতি, “এইচএসসি ২৩ ব্যাচ ১৭ তারিখ পরীক্ষা দিতে না চাইলে ২৪ ব্যাচের সাথে পরীক্ষা দিতে পারবে- দীপু মনি” শীর্ষক শিরোনামে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মন্তব্য দাবিতে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “HSC ২৩ ব্যাচ ১৭ তারিখ পরীক্ষা দিতে না চাইলে ২০২৪ ব্যাচের সাথে পরীক্ষা দিতে পারবে” এমন কোনো বক্তব্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেননি বরং কোনো তথ্যপ্রমাণ ছাড়াই দাবিটি ফেসবুকে প্রচার করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে জন্য অনুসন্ধান করে দেশের কোনো গণমাধ্যমে উক্ত মন্তব্য সংশ্লিষ্ট কোনো সংবাদ পাওয়া যায়নি।
পরবর্তীতে দীপু মনির এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়ে দেওয়া সাম্প্রতিক মন্তব্য সম্বলিত সংবাদগুলো বিশ্লেষণ করে দেখে রিউমর স্ক্যানার টিম।
গত ৮ আগস্ট দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে “এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
শিক্ষামন্ত্রী জানান, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা দিতে হবে।
একই দিনে আরেক সংবাদমাধ্যম দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এ “১৭ আগস্ট থেকেই শুরু হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। আগামী ১৭ আগস্ট থেকেই শুরু হবে এ পরীক্ষা।
দীপু মনি বলেন, এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
মূলত, সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বক্তব্য দাবিতে ”চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা ১৭ আগস্ট পরিক্ষা দিতে না চাইলে ২০২৪ ব্যাচের সাথে পরিক্ষা দিতে পারবে’ শীর্ষক একটি মন্তব্য প্রচার করা হলেও রিউমর স্ক্যানানের অনুসন্ধানে দেখা যায়, দিপু মনি এমন কোনো মন্তব্য করেননি। গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, দীপু মনি এই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলেই জানিয়েছেন।
সুতরাং, “HSC ২৩ ব্যাচ ১৭ তারিখ পরীক্ষা দিতে না চাইলে ২০২৪ ব্যাচের সাথে পরীক্ষা দিতে পারবে” শীর্ষক একটি মন্তব্যকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- দৈনিক যুগান্তর: এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
- দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড: ১৭ আগস্ট থেকেই শুরু হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী