সম্প্রতি “কাতার বিশ্বকাপ ২০২২ খেলায় ভাইরাল গানিম আল মুফতাহ ড. জাকির নায়েক কে যা বলল Ganim Dr Zakir Naiak” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ইউটিউবে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে। পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কাতারের গানিম আল মুফতাহের সঙ্গে জাকির নায়েকের কথোপকথনের ভিডিওটি কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ের নয় বরং ভিডিওটি ২০১৬ সালে জাকের নায়েকের কাতার সফরকালে ধারণকৃত।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে Believing Beings নামের একটি চ্যানেলে ২১ নভেম্বর “Does God Exits?- Dr Zakir Naik in Qatar। Full Lecture+ Q&A Session” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ এ জাকির নায়েককে দোহায় আমন্ত্রণ জানানো হয়েছে। এই উপলক্ষে ২০১৬ সালে কাতারের দোহার কাতানা কালচারাল ভিলেজে আয়োজিত জাকির নায়েকের “Does God Exit” শীর্ষক প্রশ্নোত্তর পর্ব ও পুরো লেকচারটি দেখুন৷

এই ভিডিওটির ১ ঘন্টা ৪৫ মিনিট সময়কালে গানিম আল মুফতাহকে ডা. জাকির নায়েকের সঙ্গে কথোপকথন করতে শোনা যায়। যার সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে এই ভিডিওটির সূত্র ধরে ‘Aljazeera Mubasher’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ২৭ মে “A lecture by the Islamic preacher Dr. Zakir Naik entitled “Does God Exist? (আরবি থেকে অনুদিত)” শীর্ষক শিরোনামে প্রচারিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে KataraQatar নামের একটি ফেসবুক পেইজে ২০১৬ সালের ২৭ মে “Does God exit?” Lecture presented by Dr Zakir Nayek at #Katara #Qatar” শীর্ষক শিরোনামে প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এই ভিডিওটির সঙ্গে সম্প্রতি ইউটিউবে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, কাতারের গানিম আল মুফতাহের সঙ্গে জাকির নায়েকের কথোপকথনের ভিডিওটি বিশ্বকাপ চলাকালীন সময়ের নয় বরং ভিডিওটি ২০১৬ সালের ২৭ মে কাতারে ধারণকৃত।
মূলত, ২০১৬ সালের ২৭ মে কাতারের দোহার কাতানা কালচারাল ভিলেজে “Does God Exit” শীর্ষক জাকির নায়েকের একটি লেকচার ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। যেখানে কাতার বিশ্বকাপ উদ্বোধনীতে আমেরিকান অভিনেতা মরগান ফ্রিম্যানের সঙ্গে মঞ্চে থাকা গানিম আল মুফতাহও উপস্থিত ছিলেন এবং সেখানে তার জাকির নায়েকের সঙ্গে কথোপকথন হয়৷ ২০১৬ সালে জাকির নায়েকের সঙ্গে তার কথোপকথনের সেই সময়ের ভিডিওটিই বর্তমানে “কাতার বিশ্বকাপ ২০২২ খেলায় ভাইরাল গানিম আল মুফতাহ ড. জাকির নায়েক কে যা বলল Ganim Dr Zakir Naiak” শীর্ষক শিরোনামে প্রচারিত হচ্ছে৷
সুতরাং, কাতার বিশ্বকাপ ২০২২ খেলায় ভাইরাল গানিম আল মুফতাহের জাকির নায়েকের সঙ্গে কথোপকথনের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়; এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Believing Beings: Does God Exits?- Dr Zakir Naik in Qatar। Full Lecture+ Q&A Session
- Aljazeera Mubasher: A lecture by the Islamic preacher Dr. Zakir Naik entitled “Does God Exist?
- KataraQatar: Does God exit?” Lecture presented by Dr Zakir Nayek at #Katara #Qata