সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বাসা থেকে কয়েকজন মানুষের দৌড়ে বের হওয়ার একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘উপদেষ্টা আসিফের মন্ত্রণালয়ের জন্যে সরকারি চাকরির পরীক্ষা বাসা বাড়িতে নেয়া হচ্ছে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টটি এককভাবে ১১ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে, ২৮ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ১০ হাজারেরও অধিক বার শেয়ার করা হয়েছে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের অধীনের কোনো নিয়োগ পরীক্ষার সাথে সম্পৃক্ত নয় বরং, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে কর্মচারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রকাশিত প্রতিবেদনের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও পর্যবেক্ষণ করলে তাতে মূলধারার গণমাধ্যম ‘ডিবিসি নিউজ’ এর লোগো দেখতে পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘ডিবিসি নিউজ’ এর ইউটিউব চ্যানেলে ‘বাসায় বসে সরকারি চাকরির পরীক্ষা, সাংবাদিক দেখেই দৌড়’ শিরোনামে গত ২৪ অক্টোবরে প্রকাশিত মূল ভিডিওটি পাওয়া যায়। এছাড়াও, একইদিনে আরো একাধিক গণমাধ্যমে আলোচিত ঘটনার ভিডিও ও এরই প্রেক্ষিতে প্রচারিত প্রতিবেদন পাওয়া যায়।

এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষার দিন সকালে (২৪ অক্টোবর) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হোসেন ইমামের বাসা থেকে ২৫–৩০ জন পরীক্ষার্থীকে একসঙ্গে বেরিয়ে আসতে দেখা যায় এবং আগের রাতে অ্যাম্বুলেন্সে করে তাদের ওই বাসায় যাওয়ার অভিযোগ উঠে। স্থানীয়দের দাবি, ওই বাসায় তাদের নিয়ে প্রশ্নপত্র দেখানো ও মুখস্থ করানো হয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা গণমাধ্যমকে খবর দেন, পরে সাংবাদিকরা গেলে পরীক্ষার্থীরা পালিয়ে যায়।
এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর গত ২৫ অক্টোবরে সংশ্লিষ্ট নিয়োগ কমিটির এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, কুষ্টিয়া সিভিল সার্জনের অধীনে ১১-২০ গ্রেডের শূন্যপদে জনবল নিয়োগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগের মন্ত্রণালয়ের বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘বাংলানিউজ২৪’ সহ একাধিক গণমাধ্যম সূত্র ও পুরোনো বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, অপরদিকে আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা।
অর্থাৎ, কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কোনো সম্পৃক্ততা নেই।
সুতরাং, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনের কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগের ঘটনাকে উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের অধীনের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- DBC News – বাসায় বসে সরকারি চাকরির পরীক্ষা, সাংবাদিক দেখেই দৌড় | DBC NEWS
- Prothom Alo – নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে তালা
- Jaagonews24 – পরীক্ষার আগে আরএমওর বাসায় চাকরিপ্রার্থীরা, ভিডিও ভাইরাল
- Jaagonews24 – কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সেই নিয়োগ কার্যক্রম স্থগিত
- Banglanews24 – কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ, পদ ১১৫





