১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান নায়ক সালমান শাহ। তার রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে আসছেন তার সাবেক স্ত্রী সামিরা হক। সালমান শাহ’র মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। গত ২০ অক্টোবর মধ্য রাতে রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামিরা হককে পুলিশ গ্রেফতার করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামিরা হক গ্রেফতার হননি। প্রকৃতপক্ষে, বিকৃত যৌনাচারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত একটি চক্রের দুই নারী সদস্যকে পুলিশ কর্তৃক গ্রেফতারের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম দেশ টিভি’র ইউটিউব চ্যানেলে চলতি বছরের ০১ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১ মিনিট ৪৯ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, বিকৃত যৌনাচারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত একটি চক্রের দুই নারী সদস্যকে বসুন্ধরা থেকে গ্রেফতার করে পুলিশ। এটি মূলত এই ঘটনারই দৃশ্য।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম ‘বিডিনিউজ২৪’ এর ওয়েবসাইটে গত ০১ মে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যাচ্ছে।
পাশাপাশি, সামিরা হক সাম্প্রতিক সময়ে গ্রেফতার হয়েছেন কি না সে বিষয়ে জানতে গণমাধ্যমের সংবাদ অনুসন্ধানে জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত ২৮ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হকের আগাম জামিন নিতে গত ২৮ অক্টোবর হাইকোর্টে যান তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি।
এছাড়া, দেশিয় সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেও সাম্প্রতিক সময়ে সামিরা হকের গ্রেফতার সংক্রান্ত কোনো তথ্যের প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হককে পুলিশ গ্রেফতার করেছে দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Desh Tv: Youtube Video
- Bdnews24: Website News
- Ittefaq: Website News





