গতকাল (০৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন৷ এর মধ্যে যশোর-৬ আসনে মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং শেরপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এরই মধ্যে, যশোর-৬ আসনে মনোনীত প্রার্থী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে যশোর-৬ আসনে মনোনীত প্রার্থী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সর্বকনিষ্ঠ নন। প্রকৃতপক্ষে, কাজী রওনকুল ইসলামের চেয়েও বয়সে ছোট শেরপুর-১ আসনে মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
অনুসন্ধানে ২০১৮ সালের ০৫ ডিসেম্বর জাতীয় দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে ‘বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. প্রিয়াংকা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার জন্মসাল উল্লেখ করা হয়েছে ১৯৯৩ সালের ২২ জুন।
এছাড়া, আরেক গণমাধ্যম ঢাকা মেইলের ওয়েবসাইটে আজ (০৪ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনেও একই জন্ম সাল উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ২০০৩-০৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।
পরবর্তীতে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের জন্মসাল জানতে তার সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, তার জন্মসাল ১৯৮৬ সালের ১০ ফেব্রুয়ারি।
অর্থাৎ, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার চেয়ে প্রায় সাড়ে সাত বছরের বড়।
সুতরাং, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BNP Media Cell- Post
- Prothom Alo- বিএনপির প্রার্থী তালিকায় তারুণ্যের বার্তা দিচ্ছেন রওনকুল ইসলাম
- Jugantor- শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আস্থা রাখছে বিএনপি
- Jugantor- বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. প্রিয়াংকা
- Dhaka Mail- বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী তরুণ চিকিৎসক প্রিয়াঙ্কা
- Kazi Rawnakul Islam Srabon- Statement





