নারায়ণগঞ্জে বিএনপির জাকির খানকে মনোনয়ন না দেয়ায় বাসে অগ্নিসংযোগ দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

গত ০৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে অংশগ্রহণের জন্য মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘোষণায় মনোনয়ন না পেয়ে দেশের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভ করেছে দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের কর্মী-সমর্থকরা। এরই প্রেক্ষিতে ‘নারায়ণগঞ্জের মনোনয়ন না পেয়ে জাকির খানের নেতৃত্বে বাসে আগুন দিয়েছে তার অনুসারীরা। লাগারে লাগা, আগুন লাগা’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে মনোনয়ন না পাওয়ায় নারায়ণগঞ্জে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নেতৃত্বে কোনো বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের বাসে আগুন দেওয়ার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১২ নভেম্বর ‘নারায়ণগঞ্জে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

ঢাকা পোস্টের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২নং ঢাকেশ্বরী এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১২ নভেম্বর (২০২৩) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে নাফ পরিবহনের দাঁড়িয়ে থাকা ওই বাসে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আদমজী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

অর্থাৎ, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। 

সুতরাং, ২০২৩ সালে নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের দ্বারা বাসে আগুন দেওয়ার ভিডিওকে মনোনয়ন না পাওয়ায় নারায়ণগঞ্জে জাকির খানের নেতৃত্বে বাসে আগুন দেওয়ার ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img