চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার অনুসারীরা বাসে আগুন দিয়েছে দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ০৩ নভেম্বর এই ঘোষণা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় বিএনপি’র মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকরা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটির সাথে রাজনৈতিক কোনো ঘটনার সম্পর্ক নেই বরং ২০২৩ সালে নারায়ণগঞ্জে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী বাসে আগুন লাগার ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৮ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল সোহাগ পরিবহনের এই বাসটি। দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে পৌছালে আগুন ধরে যায় গাড়িতে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রনে আনে। এটি ঘটনাস্থলের দৃশ্য। 

অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ এর প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।  

অর্থাৎ, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়।

উল্লেখ্য, আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় গত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেছেন তার অনুসারী নেতা-কর্মীরা। এ ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

সুতরাং, চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর সমর্থকরা বাসে আগুন দিয়েছে দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img